বিনোদন ডেস্ক : ‘চন্দ্রগ্রহণ’, ‘বৃহন্নলা’ নির্মাণ করে প্রশংসা কুড়ান পরিচালক মুরাদ পারভেজ। অর্ধ যুগের ব্যবধানে মুক্তি পায় সিনেমা দুটো। ২০১৫ সালে ‘দৌড়’ শিরোনামে তৃতীয় সিনেমা নির্মাণের ঘোষণা দেন। গুঞ্জন উঠেছিল, নতুন এ সিনেমায় অভিনয় করবেন শাকিব খান ও অপু বিশ্বাস। এ তালিকায় তার প্রাক্তন স্ত্রী সোহানা সাবার নামও উঠে এসেছিল। যদিও মুরাদ পারভেজের এই ‘দৌড়’ থমকে যায়। সাত বছর পর ফের সিনেমাটি নিয়ে দৌড় শুরু করলেন মুরাদ পারভেজ। এ নির্মাতা বলেন, ‘‘আমি এটা অনেক আগে করতে চেয়েছিলাম; নানা কারণে হয়নি। এখন আমার ‘স্কেচ’ নামে একটি সিনেমা করার কথা ছিল। কিন্তু সেটা না করে দৌড় করছি। কারণ প্রযোজক এখন ‘দৌড়’ সিনেমাটা করতে চাচ্ছেন।’’ তবে দর্শকদের ভরসা রাখার আশ্বাস দিয়ে মুরাদ পারভেজ বলেন—‘যারা আমার দর্শক, যারা আমাকে ভালোবাসেন, আর যারা আমাকে ভালোবাসেন না, আর যারা আমার সমালোচক তাদের একটু অপেক্ষা করতে হবে। ‘দৌড়’ একটা বড় সিনেমা; যা আমি করতে ভালোবাসি। আমার উপর ভরসা রাখুন।’
চলতি বছরের নভেম্বরে ‘দৌড়’ সিনেমার শুটিং শুরু করে ডিসেম্বরে শুটিং শেষ করার পরিকল্পনা করেছেন নির্মাতা। শ্রীমঙ্গল থেকে শুরু হবে সিনেমার দৃশ্যধারণের কাজ। তবে ঢাকায় বেশির ভাগ অংশের শুটিং হবে। থ্রিলার ঘরানার এ সিনেমায় কে কে অভিনয় করবেন তা এখনি জানাতে নারাজ মুরাদ পারভেজ। মুরাদ পারভেজ নির্মিত প্রথম চলচ্চিত্র ‘চন্দ্রগ্রহণ’। এটি মুক্তি পায় ২০০৮ সালে। এ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।
‘দৌড়’-এর প্রস্তুতি নিচ্ছেন মুরাদ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ