ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

দোহায় ড্র আয়োজনের মাধ্যমে দৃশ্যমান হতে শুরু করবে কাতার বিশ্বকাপ

  • আপডেট সময় : ১২:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • ১৫১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : শুক্রবার দোহায় অংশগ্রহনকারী ফুটবল দলগুলোর ড্র আয়োজনের মাধ্যমে দৃশ্যমান হতে শুরু করবে কাতার বিশ্বকাপের ক্ষন গননা। আট মাসেরও কম সময়ের মধ্যে মাঠে গড়াতে যাচ্ছে ক্রীড়াঙ্গনের শীর্ষ এই টুর্নামেন্টটি। করোনা বিধিনিষেধ উঠে যাওয়ায় শহরের পশ্চিম উপসাগরীয় জেলায় আকাচুম্বি ভবন দোহা কনভেনশন সেন্টারে এই ড্র অনুষ্ঠানে দেখা যেতে পারে ফুটবলের কিছু বড় ব্যক্তিত্বকে। যেখানে খুঁজে পাওয়া যাবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের গ্রুপ প্রতিপক্ষ দলগুলোকে। প্রথমবারের মত নভেম্বর ও ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশ্বকাপ।
অবশ্য এখনো চুড়ান্ত হয়নি আসরের সবগুলো দলের নাম। গতকাল মঙ্গলবার শেষ হয়েছে উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের চুড়ান্ত বাছাই। আর জুনে প্লে অফের মাধ্যমে যুক্ত হবে আসরের আরো তিনটি নাম।
বৃহস্পতিবার প্রকাশিত ফিফা বিশ্ব র‌্যাংকিংয়ের তালিকা অনুযায়ী ড্রয়ের শীর্ষ দল নির্ধারণ করা হবে। যেখানে থাকবে র‌্যাংকিংয়ের শীর্ষ সাত দল। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স থাকবে এক নম্বর পটে। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে র‌্যাংকিংয়ের তলানির দল হচ্ছে স্বাগতিক কাতার। ২০১০ সালে ভোটের মাধ্যমে যখন বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে ৩০ লাখেরও কম জনসংখ্যা অধ্যুসিত মধ্যপ্রাচ্যের দেশটি নির্বাচিত হয়, তখন বিষ্মিত হয়ে পড়েছিল গোটা ফুটবল বিশ্ব। অভিযোগ উঠে অবৈধ উপায় ভোট ক্রয়ের। প্রশ্ন উঠেছিল দেশটির বিশ্বকাপ আয়োজনের উপযুক্ততা নিয়ে। তবে দৃঢ়তার সঙ্গে ওইসব অভিযোগ প্রত্যাখ্যান করা হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দোহায় ড্র আয়োজনের মাধ্যমে দৃশ্যমান হতে শুরু করবে কাতার বিশ্বকাপ

আপডেট সময় : ১২:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

ক্রীড়া ডেস্ক : শুক্রবার দোহায় অংশগ্রহনকারী ফুটবল দলগুলোর ড্র আয়োজনের মাধ্যমে দৃশ্যমান হতে শুরু করবে কাতার বিশ্বকাপের ক্ষন গননা। আট মাসেরও কম সময়ের মধ্যে মাঠে গড়াতে যাচ্ছে ক্রীড়াঙ্গনের শীর্ষ এই টুর্নামেন্টটি। করোনা বিধিনিষেধ উঠে যাওয়ায় শহরের পশ্চিম উপসাগরীয় জেলায় আকাচুম্বি ভবন দোহা কনভেনশন সেন্টারে এই ড্র অনুষ্ঠানে দেখা যেতে পারে ফুটবলের কিছু বড় ব্যক্তিত্বকে। যেখানে খুঁজে পাওয়া যাবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের গ্রুপ প্রতিপক্ষ দলগুলোকে। প্রথমবারের মত নভেম্বর ও ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশ্বকাপ।
অবশ্য এখনো চুড়ান্ত হয়নি আসরের সবগুলো দলের নাম। গতকাল মঙ্গলবার শেষ হয়েছে উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের চুড়ান্ত বাছাই। আর জুনে প্লে অফের মাধ্যমে যুক্ত হবে আসরের আরো তিনটি নাম।
বৃহস্পতিবার প্রকাশিত ফিফা বিশ্ব র‌্যাংকিংয়ের তালিকা অনুযায়ী ড্রয়ের শীর্ষ দল নির্ধারণ করা হবে। যেখানে থাকবে র‌্যাংকিংয়ের শীর্ষ সাত দল। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স থাকবে এক নম্বর পটে। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে র‌্যাংকিংয়ের তলানির দল হচ্ছে স্বাগতিক কাতার। ২০১০ সালে ভোটের মাধ্যমে যখন বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে ৩০ লাখেরও কম জনসংখ্যা অধ্যুসিত মধ্যপ্রাচ্যের দেশটি নির্বাচিত হয়, তখন বিষ্মিত হয়ে পড়েছিল গোটা ফুটবল বিশ্ব। অভিযোগ উঠে অবৈধ উপায় ভোট ক্রয়ের। প্রশ্ন উঠেছিল দেশটির বিশ্বকাপ আয়োজনের উপযুক্ততা নিয়ে। তবে দৃঢ়তার সঙ্গে ওইসব অভিযোগ প্রত্যাখ্যান করা হয়।