ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

দোহায় এশিয়ান মেগা কনসার্ট, মঞ্চ মাতাবেন জেমস

  • আপডেট সময় : ০৮:১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: কাতারের রাজধানী দোহায় আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এশিয়ান মেগা কনসার্ট’। আয়োজনের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন ‘নগর বাউল’ খ্যাত শিল্পী জেমস। দেশটিতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘দ্য রয়েল আকসা রেস্টুরেন্ট’ এ আয়োজনের উদ্যোক্তা। মঙ্গলবার রাতে দোহার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে কনসার্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্ণধার সোহরাব হোসেন সরকার। তিনি জানান, দোহার সানাইয়া এলাকায় অবস্থিত এশিয়ান টাউন এম্ফিথিয়েটারে কনসার্টটি অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বিকেল ৪টায় গেট খোলা হবে এবং মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। কনসার্ট উপস্থাপনায় থাকছেন আরশিয়া আলম।

জেমসের পাশাপাশি মঞ্চে থাকবেন আরও একঝাঁক বাংলাদেশি তারকা। তাদের মধ্যে রয়েছেন বিদ্যা সিনহা মিম, ববি হক ও বেইলি আফরোজসহ আরও অনেকে। সংবাদ সম্মেলনের সঞ্চালনায় ছিলেন কাতার প্রবাসী সাংবাদিক এম এ সালাম। উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল। আয়োজকরা জানান, কনসার্ট উপভোগের জন্য রাখা হয়েছে ভিভিআইপি, গোল্ড ও সিলভারসহ পাঁচ ধরনের টিকেট। ইতোমধ্যে কাতারে বাংলাদেশিদের মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এসব টিকেট বিক্রি শুরু হয়েছে। জেমসকে সরাসরি গাইতে শোনার আকর্ষণে কাতার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ দেখা গেছে। আয়োজকরা আশা করছেন, ১০ হাজারের বেশি দর্শক কনসার্টে উপস্থিত থাকবেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দোহায় এশিয়ান মেগা কনসার্ট, মঞ্চ মাতাবেন জেমস

আপডেট সময় : ০৮:১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

বিনোদন ডেস্ক: কাতারের রাজধানী দোহায় আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এশিয়ান মেগা কনসার্ট’। আয়োজনের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন ‘নগর বাউল’ খ্যাত শিল্পী জেমস। দেশটিতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘দ্য রয়েল আকসা রেস্টুরেন্ট’ এ আয়োজনের উদ্যোক্তা। মঙ্গলবার রাতে দোহার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে কনসার্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্ণধার সোহরাব হোসেন সরকার। তিনি জানান, দোহার সানাইয়া এলাকায় অবস্থিত এশিয়ান টাউন এম্ফিথিয়েটারে কনসার্টটি অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বিকেল ৪টায় গেট খোলা হবে এবং মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। কনসার্ট উপস্থাপনায় থাকছেন আরশিয়া আলম।

জেমসের পাশাপাশি মঞ্চে থাকবেন আরও একঝাঁক বাংলাদেশি তারকা। তাদের মধ্যে রয়েছেন বিদ্যা সিনহা মিম, ববি হক ও বেইলি আফরোজসহ আরও অনেকে। সংবাদ সম্মেলনের সঞ্চালনায় ছিলেন কাতার প্রবাসী সাংবাদিক এম এ সালাম। উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল। আয়োজকরা জানান, কনসার্ট উপভোগের জন্য রাখা হয়েছে ভিভিআইপি, গোল্ড ও সিলভারসহ পাঁচ ধরনের টিকেট। ইতোমধ্যে কাতারে বাংলাদেশিদের মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এসব টিকেট বিক্রি শুরু হয়েছে। জেমসকে সরাসরি গাইতে শোনার আকর্ষণে কাতার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ দেখা গেছে। আয়োজকরা আশা করছেন, ১০ হাজারের বেশি দর্শক কনসার্টে উপস্থিত থাকবেন।