টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুরের একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভস্মীভূত হয়েছে ৭টি দোকান। বুধবার মধ্যরাতে উপজেলার ফলদা বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে চালের দোকান, ইলেক্ট্রিক হার্ডওয়্যার দোকান, মুদি দোকান, ফার্নিচার ও রড সিমেন্টের দোকান রয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা। জানা যায়, বুধবার রাত আড়াইটার দিকে একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ধীরে ধীরে আশপাশের আরও ৬টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভূঞাপুর ও গোপালপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।