ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

দেশ সেরা পারফর্মার নির্বাচিত হলেন ভোলার শিক্ষিকা জুঁই

  • আপডেট সময় : ১০:৩২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে

ক্যাম্পাস-ক্যারিয়ার ডেস্ক : শিক্ষকদের জন্য বড় একটি প্লাটফরম হলো শিক্ষক বাতায়ন একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্তৃক পরিচালিত পোর্টালের এ পাক্ষিকে সেরা অনলাইন পারফর্মার ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ভোলা সদর উপজেলার চর ভেদুরিয়া -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফারহানা পারভীন জুঁই। শিক্ষকদের জন্য বিশ্বের সবচেয়ে বৃহত্তম প্লাটফরম হলো শিক্ষক বাতায়ন। ৫ লক্ষ ৮৫ হাজার ৬০১জন শিক্ষকদের মধ্যে ফারহানা পারভীন জুঁই সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছেন।
২০২০সালের ১৭মার্চ করোনা মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির ঘোষণা আসে। ২৬শে মার্চ থেকে শুরু হয় লকডাউন। প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা ঘরবন্দী থাকার পাশাপাশি পড়ালেখা থেকে বিচ্ছিন্ন হতে থাকে। তাতে তাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। এসব কিছু বিবেচনায় রেখে কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখায় যুক্ত করতে দেশের অন্যান্য শিক্ষকদের মত অনলাইনে লাইভ ক্লাস পরিচালনা করে যাচ্ছেন এই শিক্ষিক
এ পর্যন্ত তিনি ২৪৬টি লাইভ ক্লাস নিয়েছেন এবং বর্তমানে গুগল মিটের মাধ্যমে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহ দেশের বিভিন্ন জায়গার প্রাথমিকের শিক্ষার্থীদের পাঠদান চলমান। তার সম্পর্কে ভোলা জেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হাওলাদার বলেন, ফারহানা পারভীন করোনা মহামারির পুরো সময়টা ধরে স্বপ্রণোদিত হয়ে লাইভ ক্লাস নিয়েছেন।এতে সারা দেশের শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন। ফারহানা পারভীন জুঁইয়ের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, দেশের এ সংকটময় অবস্থায় আমি নিজে একজন করোনা যোদ্ধা হিসেবে যুদ্ধে অংশ নিয়েছি। আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য কিছু করতে হবে এবং একজন শিক্ষার্থী যদি উপকৃত হয় এ ভাবনা থেকে ক্লাস নেয়া শুরু করি। এই অর্জন দেশের সকল শিক্ষার্থীদের উৎসর্গ করছি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশ সেরা পারফর্মার নির্বাচিত হলেন ভোলার শিক্ষিকা জুঁই

আপডেট সময় : ১০:৩২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১

ক্যাম্পাস-ক্যারিয়ার ডেস্ক : শিক্ষকদের জন্য বড় একটি প্লাটফরম হলো শিক্ষক বাতায়ন একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্তৃক পরিচালিত পোর্টালের এ পাক্ষিকে সেরা অনলাইন পারফর্মার ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ভোলা সদর উপজেলার চর ভেদুরিয়া -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফারহানা পারভীন জুঁই। শিক্ষকদের জন্য বিশ্বের সবচেয়ে বৃহত্তম প্লাটফরম হলো শিক্ষক বাতায়ন। ৫ লক্ষ ৮৫ হাজার ৬০১জন শিক্ষকদের মধ্যে ফারহানা পারভীন জুঁই সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছেন।
২০২০সালের ১৭মার্চ করোনা মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির ঘোষণা আসে। ২৬শে মার্চ থেকে শুরু হয় লকডাউন। প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা ঘরবন্দী থাকার পাশাপাশি পড়ালেখা থেকে বিচ্ছিন্ন হতে থাকে। তাতে তাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। এসব কিছু বিবেচনায় রেখে কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখায় যুক্ত করতে দেশের অন্যান্য শিক্ষকদের মত অনলাইনে লাইভ ক্লাস পরিচালনা করে যাচ্ছেন এই শিক্ষিক
এ পর্যন্ত তিনি ২৪৬টি লাইভ ক্লাস নিয়েছেন এবং বর্তমানে গুগল মিটের মাধ্যমে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহ দেশের বিভিন্ন জায়গার প্রাথমিকের শিক্ষার্থীদের পাঠদান চলমান। তার সম্পর্কে ভোলা জেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হাওলাদার বলেন, ফারহানা পারভীন করোনা মহামারির পুরো সময়টা ধরে স্বপ্রণোদিত হয়ে লাইভ ক্লাস নিয়েছেন।এতে সারা দেশের শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন। ফারহানা পারভীন জুঁইয়ের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, দেশের এ সংকটময় অবস্থায় আমি নিজে একজন করোনা যোদ্ধা হিসেবে যুদ্ধে অংশ নিয়েছি। আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য কিছু করতে হবে এবং একজন শিক্ষার্থী যদি উপকৃত হয় এ ভাবনা থেকে ক্লাস নেয়া শুরু করি। এই অর্জন দেশের সকল শিক্ষার্থীদের উৎসর্গ করছি।