ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

দেশ ভাগের বেদনা ভোলা যায় না: মোদী

  • আপডেট সময় : ১১:৫৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • ১১৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : দেশ ভাগের বেদনা ভোলা যায় না। কয়েক লাখ ভাইবোন এই সময় গৃহহীন হয়েছিলেন। অযাচিত ঘৃণার কারণে অনেকেই নিজেদের জীবন হারিয়েছিলেন। আমাদের দেশের সেসব নাগরিকের লড়াইকে স্মরণ করে এবার থেকে প্রতি ১৪ আগস্ট দেশ ভাগের যন্ত্রণার স্মৃতিকে স্মরণ করা হবে।
গত শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে এসব কথা লিখেছেন। জানা যায়, দেশ ভাগের যন্ত্রণার স্মৃতিকে স্মরণে রাখতে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ আগস্টকে নতুন এক দিবস হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। অন্য আরেকটি টুইটে তিনি লিখেছেন, এই দিনটিকে স্মরণ রেখে সমাজে ভেদাভেদ বৈষম্য যেমন দূর করতে হবে তেমনই মজবুত করতে হবে দেশের সামাজিক সদ্ভাব, ঐক্য ও সংবেদংশীলতা। ভারত ভাগের স্মৃতি এখনও অনেকের মনেই দগদগে ঘায়ের মত। সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এ দিনের টুইট বেশ তাৎপর্যপূর্ণ। তবে কেন হঠাৎ এতদিন পর দেশভাগ নিয়ে আলাদা একটি দিবসের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী? তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে ভারতীয়দের মধ্যে। দেশটিকে সাম্প্রদায়িক বিভাজনের দিকে ঠেলে দিয়েছে বিজেপি সরকার। এমন অভিযোগ বিরোধীদের। বিভাজনের স্মৃতিকে ফের উস্কে দিতেই প্রধানমন্ত্রীর এই কৌশলী টুইট। এমনটাই মনে করছেন বিরোধী রাজনৈতিক দলের অনেকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশ ভাগের বেদনা ভোলা যায় না: মোদী

আপডেট সময় : ১১:৫৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১

প্রত্যাশা ডেস্ক : দেশ ভাগের বেদনা ভোলা যায় না। কয়েক লাখ ভাইবোন এই সময় গৃহহীন হয়েছিলেন। অযাচিত ঘৃণার কারণে অনেকেই নিজেদের জীবন হারিয়েছিলেন। আমাদের দেশের সেসব নাগরিকের লড়াইকে স্মরণ করে এবার থেকে প্রতি ১৪ আগস্ট দেশ ভাগের যন্ত্রণার স্মৃতিকে স্মরণ করা হবে।
গত শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে এসব কথা লিখেছেন। জানা যায়, দেশ ভাগের যন্ত্রণার স্মৃতিকে স্মরণে রাখতে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ আগস্টকে নতুন এক দিবস হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। অন্য আরেকটি টুইটে তিনি লিখেছেন, এই দিনটিকে স্মরণ রেখে সমাজে ভেদাভেদ বৈষম্য যেমন দূর করতে হবে তেমনই মজবুত করতে হবে দেশের সামাজিক সদ্ভাব, ঐক্য ও সংবেদংশীলতা। ভারত ভাগের স্মৃতি এখনও অনেকের মনেই দগদগে ঘায়ের মত। সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এ দিনের টুইট বেশ তাৎপর্যপূর্ণ। তবে কেন হঠাৎ এতদিন পর দেশভাগ নিয়ে আলাদা একটি দিবসের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী? তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে ভারতীয়দের মধ্যে। দেশটিকে সাম্প্রদায়িক বিভাজনের দিকে ঠেলে দিয়েছে বিজেপি সরকার। এমন অভিযোগ বিরোধীদের। বিভাজনের স্মৃতিকে ফের উস্কে দিতেই প্রধানমন্ত্রীর এই কৌশলী টুইট। এমনটাই মনে করছেন বিরোধী রাজনৈতিক দলের অনেকে।