ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

দেশ-বিদেশে আলো ছড়ানো মেকআপশিল্পী মনির হোসাইন

  • আপডেট সময় : ১১:৫০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের ছবি যেভাবে আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়াচ্ছে তার পাশাপাশি ছবিগুলোর সংশ্লিষ্ট কলাকুশলীরাও এগিয়ে যাচ্ছেন সমান তালে। জয়া আহসানের মতো তারকারা এখন বিদেশের মাটিতে রাজত্ব করছেন। এমনি করে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও নিজের মেধার সুবাস ছড়িয়ে চলেছেন মেকআপ আর্টিস্ট মনির হোসাইন। কাজের মধ্যে দিয়ে মনির হোসাইন আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়াচ্ছেন বেশ কয়েক বছর ধরেই। ২০১৬ সালে লন্ডন থেকে ফ্লো-লেস মেকআপের উপর স্টাডি করেছেন মনির। তারপর আপন মনে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ, কলকাতা ও বলিউডে। ঢালিউড তারকা পূর্ণিমা, জয়া আহসান, মেহজাবিন, পপি, তৃষা, সাদিয়া ইসলাম মৌ, বিদ্যা সিনহা মীম, মাহিয়া মাহি, পড়ীমনি, বর্ষা, পূজা চেরিরা তার ছোঁয়া নতুন লুক নিয়ে আলোচনায় এসেছেন। তার হাত ধরে হিরো আলম, টিকটকের অপু ভাইয়ের মতো ভাইরাল মুখও সবা নজর কেড়েছে মনিরের সাজসজ্জার কারসাজিতে। বিদেশের পরিচালক ও শিল্পীদের সঙ্গে ১০০ কোটি টাকার সিনেমা করা অনন্ত জলিলেরও নিয়মিত মেকাপ শিল্পী মনির। অনন্তর স্ত্রী অভিনেত্রী বর্ষাও যে কোনো সাজ-মেকাপে ভরসা করেন মনিরকে। সেই মনির বলিউডের অমিতাভ বচ্চন, ইরফান খানসহ অনেক তারকার মেকআপ শিল্পী হিসেবে কাজ করেছেন। এছাড়াও ‘ওএমজি’ নামের একটি সিনেমায় মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। সানি লিওনের মেকআপ আর্টিস্ট হয়ে দেশে হইচই ফেলে দিয়েছিলেন মনির। কলকাতায় তিনি অঙ্কুশ, শুভশ্রী, কোয়েল মল্লিকসহ অনেক তারকার মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন।
নতুন মেকআপশিল্পীদের জন্য মনির চালু করেছেন ‘মনিরস বিউটি লাউঞ্জস’ । এ নিয়ে তিনি বলেন, ‘অনেকেই এই পেশায় আসতে চায়। সময় দিচ্ছে। কিন্তু ভালো শিক্ষার অভাবে সেভাবে দক্ষ হয়ে উঠতে পারছে না। তাদের কথা ভেবে ‘মনিরস বিউটি লাউঞ্জস’ নামে একটি স্টুডিও চালু করেছি নিকেতনে। আমি এখানে ওয়ার্কশপ করাই। অনেকেই ভালো করছে। অনেকে ওয়ার্কশপ করে বিদেশেও কাজ করছে।’ ওয়ার্কশপ ছাড়াও ট্রেন্ডি, ফিউশন ও ট্রেডিশনসহ বিভিন্ন সাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে ‘মনিরস বিউটি লাউঞ্জস’। একবারে ন্যাচারাল লুক মনে হয় এমন সাজ ইদানিং ব্রাইডাল সাজের ট্রেন্ডে পরিণত হচ্ছে। শাড়ি, গহনায় ন্যাচারাল সাজে জনপ্রিয় হয়ে উঠেছে ‘মনিরস বিউটি লাউঞ্জস’। ব্রাইডাল মেকআপ হিসেবেও জনপ্রিয় হয়ে উঠেছে মনিরস ব্রাইডাল মেকওভার। মনির মনে করেন, জীবনের বিশেষ ম্হুূর্তটি হচ্ছে বিয়ে। এটা একটি মানুষের জীবনের স্বপ্ন। আর এই স্বপ্নটিকে রাঙ্গিয়ে তুলে কনে ও বরের সাজ। সেই সাজে ভিন্নমাত্রা যোগ করে বিয়ের উৎসবকে সাজিয়ে করে দেয়া অনন্য একটি শিল্প। যার চর্চা করেই মনির হোসাইন সবার প্রিয় নাম। মনির হোসেন জানান, বিয়ের সাজসজ্জায় বাংলাদেশসহ ইন্ডিয়ান ও পাকিস্তানি ব্রাইডালে ট্রেনিং নিয়েছেন তিনি। এশিয়ান অন্যান্যা দেশগুলোর ব্রাইডাল মেকআপের উপরও রয়েছে তার বিশেষ ট্রেনিং

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশ-বিদেশে আলো ছড়ানো মেকআপশিল্পী মনির হোসাইন

আপডেট সময় : ১১:৫০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের ছবি যেভাবে আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়াচ্ছে তার পাশাপাশি ছবিগুলোর সংশ্লিষ্ট কলাকুশলীরাও এগিয়ে যাচ্ছেন সমান তালে। জয়া আহসানের মতো তারকারা এখন বিদেশের মাটিতে রাজত্ব করছেন। এমনি করে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও নিজের মেধার সুবাস ছড়িয়ে চলেছেন মেকআপ আর্টিস্ট মনির হোসাইন। কাজের মধ্যে দিয়ে মনির হোসাইন আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়াচ্ছেন বেশ কয়েক বছর ধরেই। ২০১৬ সালে লন্ডন থেকে ফ্লো-লেস মেকআপের উপর স্টাডি করেছেন মনির। তারপর আপন মনে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ, কলকাতা ও বলিউডে। ঢালিউড তারকা পূর্ণিমা, জয়া আহসান, মেহজাবিন, পপি, তৃষা, সাদিয়া ইসলাম মৌ, বিদ্যা সিনহা মীম, মাহিয়া মাহি, পড়ীমনি, বর্ষা, পূজা চেরিরা তার ছোঁয়া নতুন লুক নিয়ে আলোচনায় এসেছেন। তার হাত ধরে হিরো আলম, টিকটকের অপু ভাইয়ের মতো ভাইরাল মুখও সবা নজর কেড়েছে মনিরের সাজসজ্জার কারসাজিতে। বিদেশের পরিচালক ও শিল্পীদের সঙ্গে ১০০ কোটি টাকার সিনেমা করা অনন্ত জলিলেরও নিয়মিত মেকাপ শিল্পী মনির। অনন্তর স্ত্রী অভিনেত্রী বর্ষাও যে কোনো সাজ-মেকাপে ভরসা করেন মনিরকে। সেই মনির বলিউডের অমিতাভ বচ্চন, ইরফান খানসহ অনেক তারকার মেকআপ শিল্পী হিসেবে কাজ করেছেন। এছাড়াও ‘ওএমজি’ নামের একটি সিনেমায় মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। সানি লিওনের মেকআপ আর্টিস্ট হয়ে দেশে হইচই ফেলে দিয়েছিলেন মনির। কলকাতায় তিনি অঙ্কুশ, শুভশ্রী, কোয়েল মল্লিকসহ অনেক তারকার মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন।
নতুন মেকআপশিল্পীদের জন্য মনির চালু করেছেন ‘মনিরস বিউটি লাউঞ্জস’ । এ নিয়ে তিনি বলেন, ‘অনেকেই এই পেশায় আসতে চায়। সময় দিচ্ছে। কিন্তু ভালো শিক্ষার অভাবে সেভাবে দক্ষ হয়ে উঠতে পারছে না। তাদের কথা ভেবে ‘মনিরস বিউটি লাউঞ্জস’ নামে একটি স্টুডিও চালু করেছি নিকেতনে। আমি এখানে ওয়ার্কশপ করাই। অনেকেই ভালো করছে। অনেকে ওয়ার্কশপ করে বিদেশেও কাজ করছে।’ ওয়ার্কশপ ছাড়াও ট্রেন্ডি, ফিউশন ও ট্রেডিশনসহ বিভিন্ন সাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে ‘মনিরস বিউটি লাউঞ্জস’। একবারে ন্যাচারাল লুক মনে হয় এমন সাজ ইদানিং ব্রাইডাল সাজের ট্রেন্ডে পরিণত হচ্ছে। শাড়ি, গহনায় ন্যাচারাল সাজে জনপ্রিয় হয়ে উঠেছে ‘মনিরস বিউটি লাউঞ্জস’। ব্রাইডাল মেকআপ হিসেবেও জনপ্রিয় হয়ে উঠেছে মনিরস ব্রাইডাল মেকওভার। মনির মনে করেন, জীবনের বিশেষ ম্হুূর্তটি হচ্ছে বিয়ে। এটা একটি মানুষের জীবনের স্বপ্ন। আর এই স্বপ্নটিকে রাঙ্গিয়ে তুলে কনে ও বরের সাজ। সেই সাজে ভিন্নমাত্রা যোগ করে বিয়ের উৎসবকে সাজিয়ে করে দেয়া অনন্য একটি শিল্প। যার চর্চা করেই মনির হোসাইন সবার প্রিয় নাম। মনির হোসেন জানান, বিয়ের সাজসজ্জায় বাংলাদেশসহ ইন্ডিয়ান ও পাকিস্তানি ব্রাইডালে ট্রেনিং নিয়েছেন তিনি। এশিয়ান অন্যান্যা দেশগুলোর ব্রাইডাল মেকআপের উপরও রয়েছে তার বিশেষ ট্রেনিং