অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ গার্মেন্টসের পরিচালনা পর্ষদের ঘোষণা করা বোনাস শেয়ার লভ্যাংশ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে কোম্পানিটি লভ্যাংশ হিসেবে ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের দিতে পারবে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। বিএসইসির অনুমোদন ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বোনাস শেয়ার লভ্যাংশ দিতে পারে না। যে কারণে দেশ গার্মেন্টসের পরিচালনা পর্ষদের ঘোষণা করা বোনাস শেয়ার লভ্যাংশের সম্মতি চেয়ে কোম্পানিটির কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করে। তার পরিপ্রেক্ষিতে বিএসইসি কোম্পানিটির বোনাস শেয়ার লভ্যাংশে সম্মতি দিয়েছে। কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে। বিএসইসির কাছ থেকে সম্মতি পাওয়ার পর লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে কোম্পানিটি আগামী ৩ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করেছে। ডিএসইর মাধ্যমে প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ৫ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪৫ পয়সা। অন্যদিকে, সম্প্রতি কোম্পানিটি চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৬ পয়সা। অর্থাৎ কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমে অর্ধেকে দাঁড়িয়েছে। মুনাফা কমলেও কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৫৬ পয়সা, যা তিন মাস আগে বা জুন শেষে ছিল ১৯ টাকা ৪৫ পয়সা। অন্যদিকে, অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্যানুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৫ টাকা ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল এক টাকা ৮৮ পয়সা।