ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

দেশে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ শতাংশের বেশি

  • আপডেট সময় : ০২:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৩৯ জন মারা গেছেন। এছাড়া গত একদিনে করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৩৭ জন; যেখানে শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গত একদিনের ৩৯ জনকে নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত এই মহামারিতে মারা গেলেন ১৩ হাজার ৭১ জন। এ ছাড়া নতুন এক হাজার ৬৩৭ জনকে নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত শনাক্ত হলেন আট লাখ ২৪ হাজার ৪৮৬ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৭ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৯ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত একদিনে করোনা থেকে দেশে সুস্থ হয়েছেন দুই হাজার ১০৮ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন সাত লাখ ৬৪ হাজার ২৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১১ হাজার ৬৬১টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৫৯০টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬১ লাখ ৫৬ হাজার ৩৬৩টি। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ৮৯ হাজার ৫৬৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৬৬ হাজার ৭৯৮টি।
দেশে বর্তমানে ৫১০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে হচ্ছে ১৩২টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ৪৪টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩৩৪টি পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৯ জনের মধ্যে পুরুষ ২৬ জন আর নারী ১৩ জন। দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন নয় হাজার ৪০৬ জন আর নারী মারা গেছেন তিন হাজার ৬৬৫ জন। মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ষাটোর্ধ্ব আছেন ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন সাতজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন চারজন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন একজন। তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১০ জন, চট্টগ্রাম বিভাগের ছয়জন, রাজশাহী বিভাগের সাতজন, খুলনা বিভাগের ১১ জন, বরিশাল ও রংপুর বিভাগের আছেন দুইজন করে আর সিলেট বিভাগের আছেন একজন। আর এই ৩৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৩৩ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন তিনজন আর বাড়িতে মারা গেছেন তিনজন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া দুই হাজার ১০৮ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন এক হাজার ৪৭ জন, চট্টগ্রাম বিভাগের ৬৯৭ জন, রংপুর বিভাগের ৩০ জন, খুলনা বিভাগের ১১০ জন, বরিশাল বিভাগের ৩৯ জন, রাজশাহী বিভাগের ১৩০ জন, সিলেট বিভাগের ৫৩ জন আর ময়মনসিংহ বিভাগের আছেন দুইজন।
রোগী বেড়েছে ২৭ শতাংশ : গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, নতুন রোগী শনাক্ত, সুস্থ হওয়া রোগীর সংখ্যা ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতর করোনার সংবাদ বিজ্ঞপ্তিতে সপ্তাহভিত্তিক বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে। অধিদফতর জানায়, চলতি সপ্তাহে ( ছয় জুন থেকে ১২ জুন) করোনার নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ২২ হাজার ১০৩ টি। আর গত সপ্তাহে ( ৩০ মে থেকে ৫ জুন) পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছিল এক লাখ ১৯ হাজার ২০২টি। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নমুনা পরীক্ষার হার বেড়েছে দুই দশমিক ৪৩ শতাংশ। একইভাবে চলতি সপ্তাহে রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৭২ জন আর গত সপ্তাহে রোগী শনাক্ত হয়েছিলেন ১১ হাজার ৯২৮ জন। আগের সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে রোগী শনাক্তের হার বেড়েছে ২৭ দশমিক ২০ শতাংশ। একইভাবে চলতি সপ্তাহে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৯৯ জন আর গত সপ্তাহে সুস্থ হয়েছিলেন ১২ হাজার ১৭ জন। অর্থাৎ, সুস্থ হওয়ার হারও বেড়েছে ২১ দশমিক ৪৯ শতাংশ। অধিদফতর জানায়, চলতি সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭৯ জন আর গত সপ্তাহে মারা গিয়েছেন ২৫২ জন। সে হিসেবে চলতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে মৃত্যুহার বেড়েছে সাত দশমিক ১৪ শতাংশ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ শতাংশের বেশি

আপডেট সময় : ০২:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৩৯ জন মারা গেছেন। এছাড়া গত একদিনে করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৩৭ জন; যেখানে শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গত একদিনের ৩৯ জনকে নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত এই মহামারিতে মারা গেলেন ১৩ হাজার ৭১ জন। এ ছাড়া নতুন এক হাজার ৬৩৭ জনকে নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত শনাক্ত হলেন আট লাখ ২৪ হাজার ৪৮৬ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৭ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৯ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত একদিনে করোনা থেকে দেশে সুস্থ হয়েছেন দুই হাজার ১০৮ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন সাত লাখ ৬৪ হাজার ২৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১১ হাজার ৬৬১টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৫৯০টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬১ লাখ ৫৬ হাজার ৩৬৩টি। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ৮৯ হাজার ৫৬৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৬৬ হাজার ৭৯৮টি।
দেশে বর্তমানে ৫১০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে হচ্ছে ১৩২টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ৪৪টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩৩৪টি পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৯ জনের মধ্যে পুরুষ ২৬ জন আর নারী ১৩ জন। দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন নয় হাজার ৪০৬ জন আর নারী মারা গেছেন তিন হাজার ৬৬৫ জন। মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ষাটোর্ধ্ব আছেন ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন সাতজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন চারজন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন একজন। তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১০ জন, চট্টগ্রাম বিভাগের ছয়জন, রাজশাহী বিভাগের সাতজন, খুলনা বিভাগের ১১ জন, বরিশাল ও রংপুর বিভাগের আছেন দুইজন করে আর সিলেট বিভাগের আছেন একজন। আর এই ৩৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৩৩ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন তিনজন আর বাড়িতে মারা গেছেন তিনজন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া দুই হাজার ১০৮ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন এক হাজার ৪৭ জন, চট্টগ্রাম বিভাগের ৬৯৭ জন, রংপুর বিভাগের ৩০ জন, খুলনা বিভাগের ১১০ জন, বরিশাল বিভাগের ৩৯ জন, রাজশাহী বিভাগের ১৩০ জন, সিলেট বিভাগের ৫৩ জন আর ময়মনসিংহ বিভাগের আছেন দুইজন।
রোগী বেড়েছে ২৭ শতাংশ : গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, নতুন রোগী শনাক্ত, সুস্থ হওয়া রোগীর সংখ্যা ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতর করোনার সংবাদ বিজ্ঞপ্তিতে সপ্তাহভিত্তিক বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে। অধিদফতর জানায়, চলতি সপ্তাহে ( ছয় জুন থেকে ১২ জুন) করোনার নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ২২ হাজার ১০৩ টি। আর গত সপ্তাহে ( ৩০ মে থেকে ৫ জুন) পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছিল এক লাখ ১৯ হাজার ২০২টি। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নমুনা পরীক্ষার হার বেড়েছে দুই দশমিক ৪৩ শতাংশ। একইভাবে চলতি সপ্তাহে রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৭২ জন আর গত সপ্তাহে রোগী শনাক্ত হয়েছিলেন ১১ হাজার ৯২৮ জন। আগের সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে রোগী শনাক্তের হার বেড়েছে ২৭ দশমিক ২০ শতাংশ। একইভাবে চলতি সপ্তাহে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৯৯ জন আর গত সপ্তাহে সুস্থ হয়েছিলেন ১২ হাজার ১৭ জন। অর্থাৎ, সুস্থ হওয়ার হারও বেড়েছে ২১ দশমিক ৪৯ শতাংশ। অধিদফতর জানায়, চলতি সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭৯ জন আর গত সপ্তাহে মারা গিয়েছেন ২৫২ জন। সে হিসেবে চলতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে মৃত্যুহার বেড়েছে সাত দশমিক ১৪ শতাংশ।