নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। এ সময়ে নতুন ১ হাজার ৭২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১ হাজার ৭২৮ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জন। এর বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। দেশে নতুন চারজনের মৃত্যু নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৮৫ জনে। এছাড়া
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন শনাক্তদের মধ্যে এক হাজার ২৭৪ জন ঢাকা বিভাগে, ৩৯ জন ময়মনসিংহ বিভাগের, ২২০ জন চট্টগ্রাম বিভাগের, ৩৩ জন রাজশাহী বিভাগে, ২২ জন রংপুর বিভাগে, ৫১ জন খুলনা বিভাগে, ৭২ জন বরিশাল বিভাগে ও ১৭ জন সিলেট বিভাগের। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও ৪৯৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন দুই শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে। গত ২০ এপ্রিল করোনায় মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর টানা ৩০ দিন করোনায় মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ। সম্প্রতি করোনায় মৃত্যু বেশি না হলেও আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে।
বিশ্বজুড়ে বাড়ছে শনাক্ত ও মৃত্যু : করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছে এক হাজার ২২৫ জন। এ সময়ে শনাক্ত হয়েছে সাত লাখ ৬৩ হাজার ৪৬৩ জন।
গতকাল বুধবার সকালে করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এর আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে চার শতাধিক। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৬৪ হাজার ৫১ জনের। গত ২৪ ঘণ্টায় এর আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে প্রায় তিন লাখ। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫৫ কোটি ৬১ লাখ ৬৫ হাজার ৮৫১ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফ্রান্সে। এই একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছে দুই লাখ ছয় হাজার ৫৫৪ জন এবং মারা গেছে ৭৫ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে তিন কোটি ১৬ লাখ ৫৮ হাজার ৭২৭ জন এবং মারা গেছে এক লাখ ৪৯ হাজার ৮০১ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় মৃত্যুর তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। দেশটি শনাক্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৩৯৩ জন এবং শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৫২৮ জন।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৩০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৪৯৪ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
দেশে ২৪ ঘণ্টায় আরও চার মৃত্যু, শনাক্ত ১৭২৮
ট্যাগস :
দেশে ২৪ ঘণ্টায় আরও চার মৃত্যু
জনপ্রিয় সংবাদ