নিজস্ব প্রতিবেদক : দেশে গত এক দিনে আরও ১৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে একজনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৪৮৩টি নমুনা পরীক্ষা করে ওই ১৩৪ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৯ দশমিক ০৪ শতাংশ, আগের দিন যা ৬ দশমিক ৬২ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪০ হাজার ৮১৫ জন। মৃতের মোট সংখ্যা বেড়ে ২৯ হাজার ৪৫৩ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০২ জন কোভিড রোগীর সেরে উঠেছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৭ হাজার ৮৫ জন। গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১২৫ জনই ঢাকার। এছাড়া সিলেটে ৩ জন; নারায়ণগঞ্জ ও রাজশাহীতে ২ জন করে এবং চট্টগ্রাম ও কক্সবাজারে ১ জন করে নতুন রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।