বিনোদন ডেস্ক : হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আগামী তিন বছরের মধ্যে দেশে মোট ১৩টি সিনেমা হল নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার রাজধানীর মহাখালীর এস কে এস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও লিমিটেড আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা জানান। ‘সেলিব্রেটিং জার্নি অফ আ ফিল্ম ডিরেক্টর অ্যান্ড এক্সক্লুসিভ শো অব অপারেশন সুন্দরবন’ শিরোনামের ওই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “সিনেমা প্রদর্শনের জন্য বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ থেকে বাংলাদেশে ১৩টি সিনেমা হল বানানো হচ্ছে। এই বছরের মধ্যে রাজশাহীতে একটি সিনেপ্লেক্স উদ্বোধন করা হবে। আর বাকি ১২টা ২০২৫ সালের মধ্যে নির্মাণ করা হবে।” দেশে চলচ্চিত্র বিকাশের প্রশংসা করে পলক বলেন, “বাংলাদেশের তরুণ-তরুণীরা ও দামাল ছেলে-মেয়েরা চলচ্চিত্র অঙ্গন কাঁপাচ্ছে। তারা পুরো বাংলাদেশকে বিশ্বাঙ্গনে নিয়ে যাচ্ছে, যা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়। চলচ্চিত্র হচ্ছে সমাজ পরিবর্তনের শক্তিশালী একটি মাধ্যম।“ প্রতিমন্ত্রী ‘অপারেশন সুন্দরবন’ এর পরিচালক দীপংকর দীপন ও অভিনয় শিল্পীসহ টিমের সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, “আমরা চাই আমাদের তরুণরা তাদের সৃজনশীলতা ও মেধা দিয়ে তারা আমাদের দেশের মানুষের মন জয় করুক, সুস্থ বিনোদনের ব্যবস্থা করুক, সমাজটাকে প্রগতিশীল অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করুক, আর বিশ্বাঙ্গনে আমাদের শিল্প, সাহিত্য ও চলচ্চিত্র বিশ্বজয় করুক।”
টিম ‘অপারেশন সুন্দরবনের’ হাতে একটি ক্রেস্ট তুলে দেন পলক। ক্রেস্টটি গ্রহণ করেন র্যাব ফোর্সেস এর লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর উপপরিচালক মেজর রইসুল আজম। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে দস্যুমুক্ত করতে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। হলে ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পেয়েছে গত ২৩ সেপ্টেম্বর। অনুষ্ঠানে নির্মাতা দীপনের আগামী চলচ্চিত্র ‘অন্তর্জাল’ এবং ‘আকাশ যোদ্ধা’ নিয়ে একটি ঘোষণামূলক ভিডিও দেখান হয়। দীপন বলেন, “অন্তর্জাল সিনেমার প্রধান উপদেষ্টা হিসাবে আছেন জুনাইদ আহমেদ পলক। মোশন পিপল স্টুডিওস লিমিটেড অন্তর্জাল সিনেমাটি নির্মাণ করছে। আইসিটি বিভাগের উদ্যোগে অন্তর্জাল এর টাইটেল স্পন্সর হিসাবে আছেন ওয়ালটন।“ সিনেমার শুটিং ৮০ শতাংশ শেষ হয়েছে বলে জানান দীপন। অন্তর্জালে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মীম, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন, মাশরুর এনান ও অমিত সিনহা। ছবিটি আগামী বছরের মার্চ-এপ্রিলে মুক্তি দেওয়া হবে। অন্তর্জাল সিনেমার প্রধান উপদেষ্টা জুনাইদ আহমেদ পলককে অনুষ্ঠানে ক্রেস্ট তুলে দেন অন্যতম প্রযোজক মোহাম্মদ আলী হায়দার। মুক্তি প্রতিক্ষিত ‘দামাল’ সিনেমার পরিচালক রায়হান রাফিও উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।
দেশে ১৩টি সিনেমা হল বানাবে হাই-টেক পার্ক কর্তৃপক্ষ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ