নারী ও শিশু ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে নারী ও কন্যাশিশুর প্রতি ধর্ষণ-গণধর্ষণ এবং ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
পরিষদের নেতারা জানিয়েছে, একই দিনে নারী ও কন্যার প্রতি সহিংসতার এত ঘটনা খুবই উদ্বেগজনক। এমনকি পরিবারের সদস্যদের কাছ থেকেও তরুণী, নারী ও কন্যারা রেহাই পাচ্ছে না। নারী ও কন্যার প্রতি সহিংসতার ঘটনায় দেশে নারীদের অবস্থান এবং তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। সেই সঙ্গে তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে এবং ক্ষমতায়নের পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সেই সঙ্গে দেশে নারী এবং কন্যার প্রতি সহিংসতার বিষয়ে শূন্যসহিঞ্চুতার নীতি গ্রহণপূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণ, একই সঙ্গে নারী কন্যার নিরাপত্তার বিষয়টি অধিকতর গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে আশু কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে। সেই সঙ্গে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা ও অপতৎপরতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।