ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

দেশে স্মার্ট ক্লাসরুমের জন্য ডিজিটাল সামগ্রী দিলো হুয়াওয়ে

  • আপডেট সময় : ১২:২৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • ১৫২ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্মার্ট ক্লাসরুম তৈরির লক্ষ্যে ডিজিটাল উপকরণ ও অন্যান্য প্রয়োজনীয় ডিভাইস দিয়েছে হুয়াওয়ে। এসব উপকরণ ও ডিভাইসের মধ্যে রয়েছে হুয়াওয়ে ট্যাব, ল্যাপটপ, রাউটার, এক বছরের জন্য ইন্টারনেট গ্রাহকসুবিধা, শিক্ষার্থীদের জন্য পোশাক, ব্যাগ, স্টেশনারি, মাস্ক এবং অক্সিজেন সিলিন্ডার।
গত সোমবার ঢাকায় এক আয়োজনের মধ্য দিয়ে অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আহমেদ ইমতিয়াজ জামি’র কাছে উপকরণ ও ডিভাইস প্রতিষ্ঠানটি হস্তান্তর করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে শিনহুয়া।

দীর্ঘদিন ধরেই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় কাজ করে আসছে অভিযাত্রিক ফাউন্ডেশন। পাশাপাশি আর্থ-সামাজিক নানাবিধ চ্যালেঞ্জ দূরীকরণেও কাজ করছে দেশীয় এ সংস্থাটি।

সোমবারের অনলাইন আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ ছাড়াও ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী ঝাং ঝেংজুন, অভিযাত্রিক ফাউন্ডেশন ও হুয়াওয়ের কর্মকর্তারা।

শিক্ষা উপমন্ত্রী বলেন, “হুয়াওয়ের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানকে সহায়তার জন্য এগিয়ে আসতে দেখে আমি আনন্দিত। বাংলাদেশের আইসিটি বিকাশে আন্তরিক প্রচেষ্টা এবং কর্পোরেট সামাজিক দায়িত্বে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার জন্য হুয়াওয়েকে আমি ধন্যবাদ জানাত চাই।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দেশে স্মার্ট ক্লাসরুমের জন্য ডিজিটাল সামগ্রী দিলো হুয়াওয়ে

আপডেট সময় : ১২:২৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১

প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্মার্ট ক্লাসরুম তৈরির লক্ষ্যে ডিজিটাল উপকরণ ও অন্যান্য প্রয়োজনীয় ডিভাইস দিয়েছে হুয়াওয়ে। এসব উপকরণ ও ডিভাইসের মধ্যে রয়েছে হুয়াওয়ে ট্যাব, ল্যাপটপ, রাউটার, এক বছরের জন্য ইন্টারনেট গ্রাহকসুবিধা, শিক্ষার্থীদের জন্য পোশাক, ব্যাগ, স্টেশনারি, মাস্ক এবং অক্সিজেন সিলিন্ডার।
গত সোমবার ঢাকায় এক আয়োজনের মধ্য দিয়ে অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আহমেদ ইমতিয়াজ জামি’র কাছে উপকরণ ও ডিভাইস প্রতিষ্ঠানটি হস্তান্তর করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে শিনহুয়া।

দীর্ঘদিন ধরেই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় কাজ করে আসছে অভিযাত্রিক ফাউন্ডেশন। পাশাপাশি আর্থ-সামাজিক নানাবিধ চ্যালেঞ্জ দূরীকরণেও কাজ করছে দেশীয় এ সংস্থাটি।

সোমবারের অনলাইন আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ ছাড়াও ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী ঝাং ঝেংজুন, অভিযাত্রিক ফাউন্ডেশন ও হুয়াওয়ের কর্মকর্তারা।

শিক্ষা উপমন্ত্রী বলেন, “হুয়াওয়ের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানকে সহায়তার জন্য এগিয়ে আসতে দেখে আমি আনন্দিত। বাংলাদেশের আইসিটি বিকাশে আন্তরিক প্রচেষ্টা এবং কর্পোরেট সামাজিক দায়িত্বে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার জন্য হুয়াওয়েকে আমি ধন্যবাদ জানাত চাই।”