নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত কোভিড রোগী আগের দিনের চেয়ে আরও কমেছে, তবে বেড়েছে মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল শনিবার আগের ২৪ ঘণ্টায় ৪৪৬ জন রোগী শনাক্তের খবর জানিয়েছে। গত দিন শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৬২০। গত এক দিনে মৃত্যু হয়েছে চারজনের, আগের দিনে সংখ্যাটি ছিল ২। নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ১ হাজার ৩৪৫ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৬২। গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ১ হাজার ৪৩৪ জন। তাদের মোট সুস্থ হলেন ১৯ লাখ ৩৪ হাজার ৬৯৩ জন। নতুন শনাক্ত ৪৪৬ জনের মধ্যে ২৩২ জন ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৩৪ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে। তবে ২৫টি জেলায় গত দিনে কোনো নমুনা পরীক্ষাই হয়নি। এর মধ্যে রংপুর বিভাগের কোনো জেলায়ই কোনো নমুনা পরীক্ষা হয়নি।
ঢাকা বিভাগের মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, রাজবাড়ি, শরীয়তপুর ও টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের বান্দরবান, রাঙামাটি ও ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী বিভাগের নাটোর, নওগা ও জয়পুরহাট, খুলনা বিভাগের মাগুরা ও সাতক্ষীরা, এবং সিলেট বিভাগের সুনামগঞ্জে নমুনা পরীক্ষা করা হয়নি। গত এক দিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন ঢাকা বিভাগের, একজন খুলনা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা। মৃতদের মধ্য তিনজন পুরুষ এবং একজন নারী। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ তা একশর নিচে নামে। কিন্তু গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বেড়ে যায়। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ২৮ মাস পর বৃহস্পতিবার শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ছাড়ায়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৩ লাখ ৮২ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫৬ কোটি ৯০ লাখের বেশি।
বিশ্বজুড়ে সাড়ে ৮ লাখ শনাক্ত, মৃত্যু ১৭৫৯ : বিশ্বজুড়েই বাড়ছে মহামারি করোনার সংক্রমণ। গত এক দিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৬১ হাজার ৫৮৮ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ১ হাজার ৭৫৯ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৭ কোটি ৩৫ লাখ ১ হাজার ২১৩ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৪ লাখ ৭০২ জনের। এছাড়া গত আড়াই বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৫৩ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৯৮৩ জন।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ৫২৮ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৬৮৯ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৪০ হাজার ৮৩৯ জন।
গতকাল শনিবার সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটার্স থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শুক্রবার দৈনিক সংক্রমণ বিশ্বে শীর্ষে ছিল জাপান; আর এ দিন কোভিডজনিত অসুস্থতায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। জাপানে শুক্রবার ১ লাখ ৮০ হাজার ৮৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এ রোগে মারা গেছেন ৩৮ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এ দিন কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৩০৯ জনের এবং করোনা পজিটিভ হয়েছেন ১ লাখ ৪ হাজার ১৫১ জন। এছাড়া ফ্রান্সে নতুন আক্রান্ত ৭৪ হাজার ৩৪৮ ও মৃত্যু ১১৩, ইতালিতে নতুন আক্রান্ত ৭১ হাজার ৭৫ জন ও মৃত্যু ১৫৫ জনের, দক্ষিণ কোরিয়ায় নতুন আক্রান্ত ৬৮ হাজার ৫৭৯ জন ও মৃত্যু ৩১ জনের, ব্রাজিলে মৃত্যু ২৭৫ জন ও নতুন আক্রান্ত ২৪৪ জনের, স্পেনে মৃত্যু ১৮১ জনের ও নতুন আক্রান্ত ২৪ হাজার ২৩৪ জন। বিশ্বজুড়ে গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ২৪ হাজার ৭৭৮ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।
দেশে শনাক্ত কমে ৪৪৬, মৃত্যু ৪
ট্যাগস :
দেশে শনাক্ত কমে ৪৪৬
জনপ্রিয় সংবাদ