নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন শনাক্ত হওয়া রোগী, মৃত্যু এবং শনাক্তের হার সবই বেড়েছে। এসময় শনাক্ত হয়েছেন ২৮২ জন আর মারা গেছেন দুইজন। গতকাল বুধবার করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
গত মঙ্গলবার অধিদফতর জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় করোনাতে শনাক্ত হয়েছিলেন ২৭৩ জন আর মারা গিয়েছিলেন একজন। অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (৩০ নভেম্বর সকাল ৮টা থেকে ১ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত) করোনাতে রোগী শনাক্তের হার এক দশমিক ৫০ শতাংশ। গতকাল এক দশমিক ৩৮ শতাংশের কথা জানানো হয়েছিল। নতুন শনাক্ত হওয়া ২৮২ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৭৬ হাজার ৫৬৬ জন আর মোট মারা গেলেন ২৭ হাজার ৯৮৩ জন। করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮৩ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ লাখ ৪১ হাজার ৩৪৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৯২৮টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৮৫১টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৯ লাখ সাত হাজার ৬০২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৭ লাখ ৮২ হাজার ৪১৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩১ লাক ২৫ হাজার ১৮৪টি। দেশে এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৪৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে পুরুষ একজন আর নারী একজন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯০৬ জন আর নারী মারা গেলেন ১০ হাজার ৭৭ জন। তাদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের রয়েছেন একজন আর ৭১ থেকে ৮০ বছরের মধ্যে রয়েছেন একজন। মারা যাওয়া দুইজনের মধ্যে একজন ঢাকা বিভাগের আর আরেকজন খুলনা বিভাগের। তাদের একজন মারা গেছেন সরকারি হাসপাতালে, আরেকজনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।
বিশে^ মৃত্যু সাড়ে সাত হাজার, শনাক্ত পৌনে ছয় লাখ : বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন দেশে মৃত্যু হয়েছে সাড়ে সাত হাজারের বেশি মানুষের, যা আগের এক দিনের তুলনায় দুই হাজারের বেশি। আর শনাক্ত রোগীর সংখ্যা পৌনে ছয় লাখের বেশি। আগের ২৪ ঘণ্টার তুলনায় যা দেড় লাখ বেশি।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সকাল পর্যন্ত বিশ্বে সাত হাজার ৫৩৬ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৩২ হাজার ৫৭১ জনে। আর এই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৭৮ হাজার ২০ জনের শরীরে। মোট শনাক্ত ২৬ কোটি ৩০ লাখ ১২ হাজার ৯৭৯ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৯২৪ জন এবং মারা গেছেন এক হাজার ৩৬৫ জন। রাশিয়ায় মারা গেছেন এক হাজার ২২৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৬৪৮ জন। জার্মানিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৮৮০ জন এবং মারা গেছেন ৪৮৫ জন। যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭১৬ জন এবং মারা গেছেন ১৫৯ জন। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাসটি।
দেশে শনাক্ত ও মৃত্যু বেড়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ