ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

দেশে শনাক্তের সংখ্যা দেড় মাসের মধ্যে সর্বোচ্চ, হার ৯ ছাড়াল

  • আপডেট সময় : ০২:১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনা শনাক্তের সংখ্যা ও হার বাড়ছেই। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গত রোববার সকাল আটটা থেকে গতকাল সোমবার সকাল আটটা পর্যন্ত) ৪২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সংখ্যা দেড় মাসের মধ্যে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। আগের দিন করোনায় একজনের মৃত্যু হয়েছিল এবং রোগী শনাক্ত হয়েছিল ৩৮৮ জন।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ২২। আগের দিন এ হার ছিল ৮ দশমিক ৮৭। এর আগের তিন দিন এ হার ছিল যথাক্রমে ৮ দশমিক ৬২, ৮ দশমিক ৩৪ ও ৭ দশমিক ৪০। এর আগে সর্বশেষ ২৮ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল এক দিনে। ওই দিন ৬১৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১৫ হাজার ৩০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ৩৭ জন। করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩৩৪ জন। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে সংক্রমণ কমতে থাকে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দেশে শনাক্তের সংখ্যা দেড় মাসের মধ্যে সর্বোচ্চ, হার ৯ ছাড়াল

আপডেট সময় : ০২:১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনা শনাক্তের সংখ্যা ও হার বাড়ছেই। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গত রোববার সকাল আটটা থেকে গতকাল সোমবার সকাল আটটা পর্যন্ত) ৪২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সংখ্যা দেড় মাসের মধ্যে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। আগের দিন করোনায় একজনের মৃত্যু হয়েছিল এবং রোগী শনাক্ত হয়েছিল ৩৮৮ জন।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ২২। আগের দিন এ হার ছিল ৮ দশমিক ৮৭। এর আগের তিন দিন এ হার ছিল যথাক্রমে ৮ দশমিক ৬২, ৮ দশমিক ৩৪ ও ৭ দশমিক ৪০। এর আগে সর্বশেষ ২৮ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল এক দিনে। ওই দিন ৬১৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১৫ হাজার ৩০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ৩৭ জন। করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩৩৪ জন। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে সংক্রমণ কমতে থাকে।