ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

দেশে রেকর্ডিং করে বেঁচে থাকা একমাত্র শিল্পী আমি : আসিফ

  • আপডেট সময় : ১১:৪৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদ : শুধু রেকর্ডিং করে বেঁচে থাকার মতো পেশাদার শিল্পী বাংলাদেশে নেই। অথচ এ দেশে আমার পেশাগত অবলম্বন একমাত্র রেকর্ডিং। এমনটাই জানালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এক ফেসবুক পোস্টে আক্ষেপ নিয়ে বেশ কিছু কথা লিখেছেন ও প্রিয়াখ্যাত এই গায়ক। শুধু তা-ই নয়, সামনে সিনেমা ছাড়া আর কোনো চটুল গান গাইবেন না বলে জানিয়ে দিলেন শূন্য দশকের শুরু মাত করা কণ্ঠশিল্পী। আসিফ বলেন, ‘পেশাদার গায়ক হিসেবে এত দিন আমার স্বাধীনতা ছিল সীমাবদ্ধ। হুট করেই কোনো রেকর্ডিং না করে দিতে পারতাম না। দেশ-বিদেশের স্টেজে গাইতে পারলে নিজের এই সীমাবদ্ধতা অবশ্যই বহু আগে উপড়ে ফেলতাম। শুধু রেকর্ডিং করে বেঁচে থাকার মতো পেশাদার শিল্পী বাংলাদেশে নাই। অথচ এ দেশে আমার পেশাগত অবলম্বন একমাত্র রেকর্ডিং।’ তিনি বলেন, ‘ক্যারিয়ারের গত ষোলো বছর দীর্ঘ অবরোধে শুধু সারভাইভ করার চেষ্টায় ছিলাম। এখন আর এসব নিয়ে ভাবি না, নিজের কাঁধের ওপর থাকা পরিবারের প্রতি দায়িত্বের তাড়না বহুলাংশে কমে এসেছে। এই আওয়ামী জাহেলিয়াতের আমলে শুধু রেকর্ডিং করেই টিকে আছি, ভালোই আছি। ’সিনেমা ছাড়া চটুল গান গাইবেন না জানিয়ে আসিফ লিখেছেন, ‘আমার মেয়ে আইদাহ্ এখন খুব জরুরি এই জীবনটায়। দুই ছেলে অলমোস্ট প্রতিষ্ঠিত। বয়স বিবেচনায় নিজেরও সংযত হওয়ার সময় এসেছে। হিট করানোর প্ল্যানে তাক ধিনাধিন আইটেমগুলো গাওয়ার আর প্রয়োজন বোধ করছি না। যে সমস্ত কাজের ব্যাপারে চুক্তি রয়েছে সেগুলো সম্পন্ন করা আমার পেশাদারি কমিটমেন্ট। নভেম্বরের পর ফিল্ম ব্যতীত আমাকে চটুল গানে আর পাওয়া যাবে না। সার্বিকভাবে কথা, সুর ও সংগীতের ওপর মনোযোগী হওয়ার সময় এসে গেছে।’ নিজেকে ভালোবাসার পরামর্শ দিয়ে আসিফ বলছেন, ‘ছোট্ট রঙ্গনের মাঝে হারিয়ে ফেলা নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করে যাচ্ছি। অতীতে যা হবার ভালোই হয়েছে, এখন নাম বদনামের চেয়ে নিজের প্রশান্তিকেই ভালোবাসতে চাই, আপনিও নিজেকে ভালোবাসুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

দেশে রেকর্ডিং করে বেঁচে থাকা একমাত্র শিল্পী আমি : আসিফ

আপডেট সময় : ১১:৪৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

বিনোদন প্রতিবেদ : শুধু রেকর্ডিং করে বেঁচে থাকার মতো পেশাদার শিল্পী বাংলাদেশে নেই। অথচ এ দেশে আমার পেশাগত অবলম্বন একমাত্র রেকর্ডিং। এমনটাই জানালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এক ফেসবুক পোস্টে আক্ষেপ নিয়ে বেশ কিছু কথা লিখেছেন ও প্রিয়াখ্যাত এই গায়ক। শুধু তা-ই নয়, সামনে সিনেমা ছাড়া আর কোনো চটুল গান গাইবেন না বলে জানিয়ে দিলেন শূন্য দশকের শুরু মাত করা কণ্ঠশিল্পী। আসিফ বলেন, ‘পেশাদার গায়ক হিসেবে এত দিন আমার স্বাধীনতা ছিল সীমাবদ্ধ। হুট করেই কোনো রেকর্ডিং না করে দিতে পারতাম না। দেশ-বিদেশের স্টেজে গাইতে পারলে নিজের এই সীমাবদ্ধতা অবশ্যই বহু আগে উপড়ে ফেলতাম। শুধু রেকর্ডিং করে বেঁচে থাকার মতো পেশাদার শিল্পী বাংলাদেশে নাই। অথচ এ দেশে আমার পেশাগত অবলম্বন একমাত্র রেকর্ডিং।’ তিনি বলেন, ‘ক্যারিয়ারের গত ষোলো বছর দীর্ঘ অবরোধে শুধু সারভাইভ করার চেষ্টায় ছিলাম। এখন আর এসব নিয়ে ভাবি না, নিজের কাঁধের ওপর থাকা পরিবারের প্রতি দায়িত্বের তাড়না বহুলাংশে কমে এসেছে। এই আওয়ামী জাহেলিয়াতের আমলে শুধু রেকর্ডিং করেই টিকে আছি, ভালোই আছি। ’সিনেমা ছাড়া চটুল গান গাইবেন না জানিয়ে আসিফ লিখেছেন, ‘আমার মেয়ে আইদাহ্ এখন খুব জরুরি এই জীবনটায়। দুই ছেলে অলমোস্ট প্রতিষ্ঠিত। বয়স বিবেচনায় নিজেরও সংযত হওয়ার সময় এসেছে। হিট করানোর প্ল্যানে তাক ধিনাধিন আইটেমগুলো গাওয়ার আর প্রয়োজন বোধ করছি না। যে সমস্ত কাজের ব্যাপারে চুক্তি রয়েছে সেগুলো সম্পন্ন করা আমার পেশাদারি কমিটমেন্ট। নভেম্বরের পর ফিল্ম ব্যতীত আমাকে চটুল গানে আর পাওয়া যাবে না। সার্বিকভাবে কথা, সুর ও সংগীতের ওপর মনোযোগী হওয়ার সময় এসে গেছে।’ নিজেকে ভালোবাসার পরামর্শ দিয়ে আসিফ বলছেন, ‘ছোট্ট রঙ্গনের মাঝে হারিয়ে ফেলা নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করে যাচ্ছি। অতীতে যা হবার ভালোই হয়েছে, এখন নাম বদনামের চেয়ে নিজের প্রশান্তিকেই ভালোবাসতে চাই, আপনিও নিজেকে ভালোবাসুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ’