ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

দেশে মৃত্যু বাড়ল, কমেছে শনাক্তের সংখ্যা

  • আপডেট সময় : ০১:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা) ৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৯০১ জন।
গতকাল বুধবার বিকেল স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের ২৪ ঘণ্টার তুলনায় রোগী শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। সেই সঙ্গে সামান্য বেড়েছে শনাক্তের হারও। আগের ২৪ ঘণ্টায় করোনায় ৩৫ জনের মৃত্যু হয়েছিল। দৈনিক মৃত্যুর হিসাবে এটা ছিল তিন মাসের মধ্যে সর্বনি¤œ। দেশে করোনার ডেলটা ধরনের দাপট শুরু হওয়ার পর এর চেয়ে কম ৩০ জনের মৃত্যুর খবর এসেছিল গত ৭ জুন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের সংখ্যা ছিল ২ হাজার ৭৪ জন। আর রোগী শনাক্তের হার ছিল ৬ দশমিক ৫৪ শতাংশ, যা ছয় মাসের মধ্যে সবচেয়ে কম। রোগী শনাক্তের হার এর চেয়ে কম ছিল গত ১৩ মার্চ, সেদিন আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিপরীতে শনাক্তের হার ছিল ৬ দশমিক ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৪ শতাংশ। এ সময় ২৮ হাজার ৬১৫টি নমুনা পরীক্ষা করা হয়।
কোনো দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে কি না, তা বুঝতে রোগী শনাক্তের হার বিবেচনায় নেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১। দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৮ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২০ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে মারা গেছে ১১ জন। বাকিরা অন্যান্য বিভাগের। গত ২৪ ঘণ্টায় যে ৫১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৩২ জন পুরুষ, নারী ১৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ কমবেশি হলেও গত জুন থেকে করোনার ডেলটা ধরনের দাপটে সংক্রমণ ও মৃত্যু বাড়ে। দুই মাসের বেশি সময় ধরে করোনার ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। এর মধ্যে আগস্টে দেশে করোনার গণ টিকাদান শুরু হয়। গত মাসের শেষ দিকেই দেশে করোনা সংক্রমণ ও এতে মৃত্যু কমতে শুরু করে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশে মৃত্যু বাড়ল, কমেছে শনাক্তের সংখ্যা

আপডেট সময় : ০১:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা) ৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৯০১ জন।
গতকাল বুধবার বিকেল স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের ২৪ ঘণ্টার তুলনায় রোগী শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। সেই সঙ্গে সামান্য বেড়েছে শনাক্তের হারও। আগের ২৪ ঘণ্টায় করোনায় ৩৫ জনের মৃত্যু হয়েছিল। দৈনিক মৃত্যুর হিসাবে এটা ছিল তিন মাসের মধ্যে সর্বনি¤œ। দেশে করোনার ডেলটা ধরনের দাপট শুরু হওয়ার পর এর চেয়ে কম ৩০ জনের মৃত্যুর খবর এসেছিল গত ৭ জুন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের সংখ্যা ছিল ২ হাজার ৭৪ জন। আর রোগী শনাক্তের হার ছিল ৬ দশমিক ৫৪ শতাংশ, যা ছয় মাসের মধ্যে সবচেয়ে কম। রোগী শনাক্তের হার এর চেয়ে কম ছিল গত ১৩ মার্চ, সেদিন আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিপরীতে শনাক্তের হার ছিল ৬ দশমিক ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৪ শতাংশ। এ সময় ২৮ হাজার ৬১৫টি নমুনা পরীক্ষা করা হয়।
কোনো দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে কি না, তা বুঝতে রোগী শনাক্তের হার বিবেচনায় নেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১। দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৮ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২০ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে মারা গেছে ১১ জন। বাকিরা অন্যান্য বিভাগের। গত ২৪ ঘণ্টায় যে ৫১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৩২ জন পুরুষ, নারী ১৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ কমবেশি হলেও গত জুন থেকে করোনার ডেলটা ধরনের দাপটে সংক্রমণ ও মৃত্যু বাড়ে। দুই মাসের বেশি সময় ধরে করোনার ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। এর মধ্যে আগস্টে দেশে করোনার গণ টিকাদান শুরু হয়। গত মাসের শেষ দিকেই দেশে করোনা সংক্রমণ ও এতে মৃত্যু কমতে শুরু করে।