নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দুজনের মৃত্যু হয়েছে। এ সময় ৬২০ জনের করোনা শনাক্ত হয়। আগের দিন করোনায় ছয়জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় করোনা শনাক্ত হয় ৮৮৪ জনের।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৮ দশমিক ৩৬। আগের দিন শনাক্তের হার ছিল ৯ দশমিক ৮১। এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৮৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৩ হাজার ২৫৯ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ২৫৮ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় যে দুজনের মৃত্যু হয়েছে, তাঁরা বরিশাল ও সিলেটের বাসিন্দা।
বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে। গত মাসের মাঝামাঝিতে দেশে আবার করোনার সংক্রমণ বেড়েছে, বেড়েছে মৃত্যুও।
এবার করোনার সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে অমিক্রনের দুটি উপধরন বিএ৪ ও ৫ দায়ী বলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় বিএ৫। এটির প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বেড়েছে। গত সপ্তাহে বিশ্বে নতুন করে ৫৭ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৬ শতাংশ বেশি। তবে গত বছরের তুলনায় করোনায় মৃত্যু এখন কম।
দেশে মৃত্যু ও শনাক্ত উভয়ই কমল
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ