ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

দেশে মব ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ

  • আপডেট সময় : ০৮:২৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

সুলতান আল এনাম, ঝিনাইদহ: সারাদেশে মব সৃষ্টি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে জেলা, উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। সোমবার (১৪ জুলাই) জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রদল সভাপতি সমিনুজ্জামান সমিনের সভাপতিত্বে এটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম মিলু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শাহেদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেন, ইয়াসিন হাওলাদার নয়ন, কবির হোসেন, জান্নাতুল আলম জিম, বাবলুর রহমান বাবলু, শাহরিয়ার রাসেল, বখতিয়ার মাহমুদ প্রমুখ। তারা বলেন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। গুজব ছড়িয়ে মব সৃষ্টি করে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে গুপ্ত সংগঠনের সদস্যরা। নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা চলছে। ছাত্রদল সকল ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য প্রস্তুত।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশে মব ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় : ০৮:২৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

সুলতান আল এনাম, ঝিনাইদহ: সারাদেশে মব সৃষ্টি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে জেলা, উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। সোমবার (১৪ জুলাই) জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রদল সভাপতি সমিনুজ্জামান সমিনের সভাপতিত্বে এটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম মিলু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শাহেদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেন, ইয়াসিন হাওলাদার নয়ন, কবির হোসেন, জান্নাতুল আলম জিম, বাবলুর রহমান বাবলু, শাহরিয়ার রাসেল, বখতিয়ার মাহমুদ প্রমুখ। তারা বলেন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। গুজব ছড়িয়ে মব সৃষ্টি করে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে গুপ্ত সংগঠনের সদস্যরা। নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা চলছে। ছাত্রদল সকল ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য প্রস্তুত।

আজকের প্রত্যাশা/কেএমএএ