ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

দেশে ফিরলো কনটেইনারে মালয়েশিয়া যাওয়া কিশোর ফাহিম

  • আপডেট সময় : ১২:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কনটেইনারে করে মালয়েশিয়ায় যাওয়া বাংলাদেশি কিশোর রাতুল ইসলাম ফাহিম ঢাকায় পৌঁছেছে। ঢাকা বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফাহিম। হাইকমিশন জানায়, মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাকে দেশে পাঠানো হয়। কুয়াললামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কিশোর ফাহিমকে বিদায় জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় চার মাস আগে হারিয়ে যায় রাতুল ইসলাম ফাহিম। বেশ কিছুদিন পরে জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া একটি জাহাজের খালি কনটেইনারে মালয়েশিয়ায় যায় ওই কিশোর। ১৭ জানুয়ারি মালয়েশিয়ার ক্লাং সমুদ্র বন্দরে উদ্ধার হয় ফাহিম। জাহাজ থেকে কনটেইনারে খালাসের সময় একটি কনটেইনারে ভেতরে তাকে পাওয়া যায়। তবে কনটেইনারে কিভাবে মালয়েশিয়ায় চলে গেলো তার উত্তর জানে না ফাহিম। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয় মালয়েশিয়ায়। হাসপাতালে চিকিৎসা শেষে একটি এনজিওর সেফহোমে রাখা হয় তাকে। ফাহিম কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ওমর ফারুকের ছেলে। কুমিল্লার মনোহরগঞ্জ থেকে হারিয়ে যায় সে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ফিরলো কনটেইনারে মালয়েশিয়া যাওয়া কিশোর ফাহিম

আপডেট সময় : ১২:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : কনটেইনারে করে মালয়েশিয়ায় যাওয়া বাংলাদেশি কিশোর রাতুল ইসলাম ফাহিম ঢাকায় পৌঁছেছে। ঢাকা বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফাহিম। হাইকমিশন জানায়, মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাকে দেশে পাঠানো হয়। কুয়াললামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কিশোর ফাহিমকে বিদায় জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় চার মাস আগে হারিয়ে যায় রাতুল ইসলাম ফাহিম। বেশ কিছুদিন পরে জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া একটি জাহাজের খালি কনটেইনারে মালয়েশিয়ায় যায় ওই কিশোর। ১৭ জানুয়ারি মালয়েশিয়ার ক্লাং সমুদ্র বন্দরে উদ্ধার হয় ফাহিম। জাহাজ থেকে কনটেইনারে খালাসের সময় একটি কনটেইনারে ভেতরে তাকে পাওয়া যায়। তবে কনটেইনারে কিভাবে মালয়েশিয়ায় চলে গেলো তার উত্তর জানে না ফাহিম। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয় মালয়েশিয়ায়। হাসপাতালে চিকিৎসা শেষে একটি এনজিওর সেফহোমে রাখা হয় তাকে। ফাহিম কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ওমর ফারুকের ছেলে। কুমিল্লার মনোহরগঞ্জ থেকে হারিয়ে যায় সে।