নিজস্ব প্রতিবেদক : দশে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। ১২ বছর আগে ২০১০ সালে যা ছিলো ১৭ শতাংশ। গতকাল বুধবার দুপুরে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক রোবেদ আমিন। তিনি বলেন, দেশে বিভিন্ন কারণে উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই এই রোগ থেকে বাঁচতে দৈনিক ৫ গ্রামের বেশি লবণ না খাওয়া, শারীরিক পরিশ্রম করা, ওজন কমানোসহ জীবনাচরণ পরিবর্তন করতে হবে।
রোবেদ আমিন বলেন, গ্রামীণ পর্যায়ে যাতে সঠিকভাবে রক্তচাপ মাপা যায় এজন্য কমিউনিটি হেলথ ক্লিনিককে কাজে লাগানো হবে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তিনি জানান, সম্প্রতি এক স্বাস্থ্য জরিপে দেখা গেছে উচ্চ রক্তচাপে আক্রান্তদের ৫৯ শতাংশ জানেনই না যে তারা এই রোগে ভুগছেন। আক্রান্তদের ৩৬ শতাংশ এই রোগের চিকিৎসা নেন বা এর জন্য ওষুধ সেবন করেন। এদের মাত্র ১২ শতাংশের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকতে দেখা গেছে। অর্থাৎ আড়াই কোটির বেশি মানুষ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ নিয়ে দিন কাটাচ্ছেন বলে জরিপে উঠে এসেছে।
দেশে প্রাপ্তবয়স্কদের ২৫ ভাগ উচ্চ রক্তচাপে ভুগছেন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ