নিজস্ব প্রতিবেদক : দেশে গত এক দিনে আরও ৪৪৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৭ জনের।
গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রায় ২০ হাজার নমুনা পরীক্ষা করে এই নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ২ দশমিক ২৩ শতাংশ, যা আগের দিন ২ দশমিক ১৮ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে দুই বছরে ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জন কোভিড রোগী শনাক্ত হল। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৯৬ জনের।
সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ৩ হাজার ৬২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন সুস্থ হয়ে উঠলেন। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩৬ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ৩৪৭ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের প্রায় ৭৮ শতাংশ। যে ৭ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে পাঁচজন পুরুষ এবং দু’জন নারী। তাদের মধ্যে ছয়জন ঢাকা বিভাগের বাসিন্দা, আরেকজন সিলেটের। তাদের মধ্যে পাঁচজনের বয়স ছিল ৬০ বছরের বেশি, একজনের বয়স ছিল ৫১ থেকে ৬০ বছর আর একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬০ লাখের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৪৪ কোটি ৭০ লাখের বেশি।
বিশ্বজুড়ে শনাক্ত আরও সাড়ে ১১ লাখ, মৃত্যু সাড়ে ৪ হাজার : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতিদিনই মারা যাচ্ছেন মানুষ। এ ধারাবাহিকতায় গত এক দিনে বিশ্বজুড়ে মারা গেছেন ৪ হাজার ৫৪৩ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ২৬ হাজার ৮২ জনে। এছাড়া গত এক দিনে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৫৪ হাজার মানুষ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৭০৮ জনে।
গতকাল মঙ্গলবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১০ হাজার ৭১৩ জন এবং মারা গেছেন ১৩৯ জন। দেশটিতে এখন পর্যন্ত ৪৬ লাখ ৬৬ হাজার ৯৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ হাজার ৯৬ জন মারা গেছেন। রাশিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭৩ হাজার ১৬২ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ ১৪ হাজার ৮১৮ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৬ হাজার ৯৪৯ জনের। যুক্তরাষ্ট্রে করোনায় নতুন সংক্রমণ ও প্রাণহানি ফের বেড়েছে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪১২ জন এবং মারা গেছেন ৩৩৮ জন। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৭৪০ জন আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৮৫ হাজার ৫১৫ জন মারা গেছেন। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১৩৯ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ৭০ হাজার ৪৫৪ জন এবং মারা গেছেন ৫ লাখ ১৫ হাজার ২৪১ জন। তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৩৪৩ জন এবং মারা গেছেন ১৩২ জন। ইতালিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৮৩ জন এবং মারা গেছেন ১৩০ জন। ইন্দোনেশিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩৮০ জন এবং মারা গেছেন ২৫৮ জন। ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৯৬ জন এবং মারা গেছেন ১৭৬ জন।
দেশে নতুন শনাক্ত ৪৪৬, মৃত্যু ৭ জনের
ট্যাগস :
দেশে নতুন শনাক্ত ৪৪৬
জনপ্রিয় সংবাদ