নিজস্ব প্রতিবেদক : দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে গতকাল রোববার সকাল আটটা পর্যন্ত) করোনা সংক্রমিত চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২২৩ জন। আগের দিনের চেয়ে করোনায় মৃত্যু কমলেও শনাক্তের সংখ্যা বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের প্রায় ৮০ শতাংশই ঢাকার।
গতকাল রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় ছয়জনের মৃত্যু এবং ১৫১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে মোট ১৯ হাজার ৫১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ১ দশমিক ১৪ শতাংশ। আগের দিন এ হার ছিল ১ দশমিক ১১।
গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭২ হাজার ৫০১। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯২২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৩০৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৯২ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় যে চারজনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে তিনজনই নারী, পুরুষ একজন। ঢাকা বিভাগে তিনজন এবং চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছেন। বাকি ছয় বিভাগে কারও মৃত্যৃ হয়নি। এ সময় শনাক্ত ২২৩ জন রোগীর মধ্যে মহানগরসহ ঢাকা জেলায় শনাক্তের সংখ্যা ১৭৮। শতকরা হিসাবে ৭৯ দশমিক ৮২ অর্থাৎ প্রায় ৮০ শতাংশ রোগীই ঢাকায় শনাক্ত হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ মার্চ। এরপর বিভিন্ন সময় করোনার সংক্রমণ কমবেশি হয়েছে। তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেলটা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। গত আগস্টের প্রথম দিকে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু, উভয়ই কমতে শুরু করে।
বিশে^ আরও ৬ হাজার মৃত্যু, সংক্রমণের শীর্ষে যুক্তরাষ্ট্র : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সারা বিশ্বে আরও ছয় হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা আগের দিনের তুলনায় কম। একই সময়ে প্রায় সোয়া চার লাখ মানুষের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে, আগের দিনের তুলনায় এটিও কম। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
গতকাল রোববার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৯৫৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা ১২০০-র বেশি কমেছে। নতুন মৃতদের নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ১০ হাজার ২১৯ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৬ হাজার ২৮১ জন, যা আগের দিনের তুলনায় প্রায় ৯০ হাজার কম। তাদের নিয়ে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৮২৯ জনে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১০৭ জন এবং মারা গেছেন ৫০৬ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৭৮ লাখ ৯১ হাজার ৯৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৮৩ হাজার ৪৩৯ জন মারা গেছেন। ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৪১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ২৫৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯০ লাখ ৩১ হাজার ৮৫১ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৫৪ হাজার ১৬৭ জনের।
গত ২৪ ঘণ্টায় জার্মানিতে সংক্রমণ ও প্রাণহানির ঘটনা অনেকটা কমে এসেছে। ইউরোপের এই দেশটিতে গত এক দিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ২৭৬ জন এবং মারা গেছেন ১০৯ জন। এছাড়া গত একদিনে যুক্তরাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৩৫১ জন এবং মারা গেছেন ১৫৭ জন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৮৮৮ জন। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৩৮ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১২৪ জন, তুরস্কে ২১৫ জন, ইউক্রেনে ৬৯৫ জন এবং পোল্যান্ডে ২৬৬ জন মারা গেছেন।
দেশে নতুন শনাক্তের ৮০ ভাগই ঢাকায়
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ