ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

দেশে নতুন রোগী, মৃত্যু ও শনাক্তের হার সবই কমেছে

  • আপডেট সময় : ০৩:০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনা আক্রান্ত নতুন রোগী, রোগী শনাক্তের হার ও মৃত্যু সবই কমেছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ১৬ জন, শনাক্তের হার পরীক্ষার বিপরীতে ১৮ দশমিক ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন।
গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) তার আগের ২৪ ঘণ্টায় আট হাজার ৩৫৪ জন নতুন শনাক্ত, ৪৩ জনের মৃত্যু এবং শনাক্তের হার ২০ দশমিক ৩ শতাংশ বলে জানিয়েছিল। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৮ হাজার ৭০৩ জন, আর শনাক্ত হওয়া ৮ হাজার ১৬ জনকে নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১০ হাজার ৭২৫ জনকে নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪২ হাজার ৭৮৪টি, আর পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৫৬৪টি। দেশে এ পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৮ লাখ ৫৫ হাজার ১৪২টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৮৬ লাখ ৭৫ হাজার ৫৯৯টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪১ লাখ ৭৯ হাজার ৫৪৩টি।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার ৮৬ দশমিক ৫৬ শতাংশ, আর মৃত্যুর হার এক দশমিক ৫২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে পুরুষ ২৪ জন আর নারী ৯ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৩২৮ জন, আর নারী ১০ হাজার ৩৭৫ জন। ২৪ ঘণ্টায় ৩৩ জনের মধ্যে বয়স বিবেচনায় ৬১ থেকে ৭০ বছরের মধ্যে মারা গেছেন ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ২ জন করে, আর ২১ থেকে ৩০ ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন করে। মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছে সর্বোচ্চ ১৫ জন। এরপর চট্টগ্রাম বিভাগের মারা গেছেন ৬ জন। বাকিদের মধ্যে রাজশাহী বিভাগের ৪ জন, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ২ জন করে আর বরিশাল ও রংপুর বিভাগের মারা গেছেন একজন করে। স্বাস্থ্য অধিদফতর জানায়, ৩৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২৭ জন, বেসরকারি হাসপাতালে ৫ জন।একজনের মৃত্যু হয়েছে বাড়িতে।
৬১-৭০ বছর বয়সীদের মৃত্যু বেশি : গত ২৪ ঘণ্টায় (৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৮ হাজার ৭০৩ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ৬১-৭০ বছর বয়সীদের-১০ জন। এরপর রয়েছে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১-৪০ বছরের মধ্যে ও ৯১-১০০ বছরের মধ্যে ২ জন করে, আর ২১-৩০ ও ৮১-৯০ বছরের মধ্যে একজন করে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, মোট মারা যাওয়া ২৮ হাজার ৭০৩ জনের মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ৬১-৭০ বছর বয়সীদের। ২৮ হাজার ৭০৩ জনের এই বয়সী আট হাজার ৮৮৫ জন। ৫১-৬০ বছরের ছয় হাজার ৭২৯ জন, ৭১-৮০ বছরের পাঁচ হাজার ছয় জন, ৮১-৯০ বছরের এক হাজার ৬৬৯ জন, ৪১-৫০ বছরের তিন হাজার ৩৮০ জন, ৩১-৪০ বছরের এক হাজার ৬৯৪ জন, ২১-৩০ বছরের ৬৭৩ জন, ৯১-১০০ বছরের ৩৫৬ জন, ১১-২০ বছরের ১৯৩ জন, শূন্য থেকে ১০ বছরের মধ্যে শিশু আছে ৮৩ জন। আর ১০০ বছরের ঊর্ধ্বে মারা গেছেন ৩৫ জন। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২৭ জন, বেসরকারি হাসপাতালে পাঁচ জন। বাকি একজনের মৃত্যু হয়েছে বাড়িতে। দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মোট ২৮ হাজার ৭০৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারার গেছেন ২৪ হাজার ৩৪৬ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন তিন হাজার ৫৪১ জন, বাড়িতে মারা গেছেন ৭৮১ জন আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে ৩৫ জনকে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশ এই মুহূর্তে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার দিকে হাঁটছে

দেশে নতুন রোগী, মৃত্যু ও শনাক্তের হার সবই কমেছে

আপডেট সময় : ০৩:০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনা আক্রান্ত নতুন রোগী, রোগী শনাক্তের হার ও মৃত্যু সবই কমেছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ১৬ জন, শনাক্তের হার পরীক্ষার বিপরীতে ১৮ দশমিক ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন।
গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) তার আগের ২৪ ঘণ্টায় আট হাজার ৩৫৪ জন নতুন শনাক্ত, ৪৩ জনের মৃত্যু এবং শনাক্তের হার ২০ দশমিক ৩ শতাংশ বলে জানিয়েছিল। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৮ হাজার ৭০৩ জন, আর শনাক্ত হওয়া ৮ হাজার ১৬ জনকে নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১০ হাজার ৭২৫ জনকে নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪২ হাজার ৭৮৪টি, আর পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৫৬৪টি। দেশে এ পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৮ লাখ ৫৫ হাজার ১৪২টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৮৬ লাখ ৭৫ হাজার ৫৯৯টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪১ লাখ ৭৯ হাজার ৫৪৩টি।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার ৮৬ দশমিক ৫৬ শতাংশ, আর মৃত্যুর হার এক দশমিক ৫২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে পুরুষ ২৪ জন আর নারী ৯ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৩২৮ জন, আর নারী ১০ হাজার ৩৭৫ জন। ২৪ ঘণ্টায় ৩৩ জনের মধ্যে বয়স বিবেচনায় ৬১ থেকে ৭০ বছরের মধ্যে মারা গেছেন ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ২ জন করে, আর ২১ থেকে ৩০ ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন করে। মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছে সর্বোচ্চ ১৫ জন। এরপর চট্টগ্রাম বিভাগের মারা গেছেন ৬ জন। বাকিদের মধ্যে রাজশাহী বিভাগের ৪ জন, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ২ জন করে আর বরিশাল ও রংপুর বিভাগের মারা গেছেন একজন করে। স্বাস্থ্য অধিদফতর জানায়, ৩৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২৭ জন, বেসরকারি হাসপাতালে ৫ জন।একজনের মৃত্যু হয়েছে বাড়িতে।
৬১-৭০ বছর বয়সীদের মৃত্যু বেশি : গত ২৪ ঘণ্টায় (৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৮ হাজার ৭০৩ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ৬১-৭০ বছর বয়সীদের-১০ জন। এরপর রয়েছে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১-৪০ বছরের মধ্যে ও ৯১-১০০ বছরের মধ্যে ২ জন করে, আর ২১-৩০ ও ৮১-৯০ বছরের মধ্যে একজন করে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, মোট মারা যাওয়া ২৮ হাজার ৭০৩ জনের মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ৬১-৭০ বছর বয়সীদের। ২৮ হাজার ৭০৩ জনের এই বয়সী আট হাজার ৮৮৫ জন। ৫১-৬০ বছরের ছয় হাজার ৭২৯ জন, ৭১-৮০ বছরের পাঁচ হাজার ছয় জন, ৮১-৯০ বছরের এক হাজার ৬৬৯ জন, ৪১-৫০ বছরের তিন হাজার ৩৮০ জন, ৩১-৪০ বছরের এক হাজার ৬৯৪ জন, ২১-৩০ বছরের ৬৭৩ জন, ৯১-১০০ বছরের ৩৫৬ জন, ১১-২০ বছরের ১৯৩ জন, শূন্য থেকে ১০ বছরের মধ্যে শিশু আছে ৮৩ জন। আর ১০০ বছরের ঊর্ধ্বে মারা গেছেন ৩৫ জন। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২৭ জন, বেসরকারি হাসপাতালে পাঁচ জন। বাকি একজনের মৃত্যু হয়েছে বাড়িতে। দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মোট ২৮ হাজার ৭০৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারার গেছেন ২৪ হাজার ৩৪৬ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন তিন হাজার ৫৪১ জন, বাড়িতে মারা গেছেন ৭৮১ জন আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে ৩৫ জনকে।