ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

দেশে দেশে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

  • আপডেট সময় : ০৬:৩৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

ছবি: এএফপি

প্রত্যাশা ডেস্ক: ২০২৪ সালকে বিদায় দিয়ে আতশবাজি, আলোর ঝলকানি এবং নানা ধরনের প্রার্থনার মাধ্যমে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে বিশ্ব। ২০২৫ সাল যেন শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে এই কামনা বিশ্ববাসীর। ভৌগোলিক কারণে সবার আগে নতুন বছরকে বরণ করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

ঘড়ির কাঁটায় ১২টা বাজার সাথে সাথেই নতুন বছরকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। এ সময় আইকনিক স্কাই টাওয়ারে ঐতিহ্যবাহী আতশবাজির প্রদর্শন করা হয়।

ইন্দোনেশিয়ার বালিতে নৃত্যশিল্পীরা নাচের তালে তালে ২০২৫ সালের নতুন সূর্যকে বরণ করে নিয়েছে। এভাবেই নতুন বছরকে স্বাগত জানায় বালি।

মধ্যরাতে সিডনির আকাশে আলোর ঝলকানি। নতুন বছরে সিডনির হারবার ব্রীজে জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়।
নতুন বছরকে স্বাগত জানাতে সেজে উঠেছে দুবাইয়ের বুর্জ খলিফা। মিশরে পিরামিডের চারপাশে আলোর ঝলকানি- চোখ ধাঁধানো আতশবাজি। জমকালো আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়েছে হংকং।
নতুন বছরে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বিশ্বজুড়ে সমতা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দেশে দেশে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

আপডেট সময় : ০৬:৩৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

প্রত্যাশা ডেস্ক: ২০২৪ সালকে বিদায় দিয়ে আতশবাজি, আলোর ঝলকানি এবং নানা ধরনের প্রার্থনার মাধ্যমে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে বিশ্ব। ২০২৫ সাল যেন শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে এই কামনা বিশ্ববাসীর। ভৌগোলিক কারণে সবার আগে নতুন বছরকে বরণ করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

ঘড়ির কাঁটায় ১২টা বাজার সাথে সাথেই নতুন বছরকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। এ সময় আইকনিক স্কাই টাওয়ারে ঐতিহ্যবাহী আতশবাজির প্রদর্শন করা হয়।

ইন্দোনেশিয়ার বালিতে নৃত্যশিল্পীরা নাচের তালে তালে ২০২৫ সালের নতুন সূর্যকে বরণ করে নিয়েছে। এভাবেই নতুন বছরকে স্বাগত জানায় বালি।

মধ্যরাতে সিডনির আকাশে আলোর ঝলকানি। নতুন বছরে সিডনির হারবার ব্রীজে জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়।
নতুন বছরকে স্বাগত জানাতে সেজে উঠেছে দুবাইয়ের বুর্জ খলিফা। মিশরে পিরামিডের চারপাশে আলোর ঝলকানি- চোখ ধাঁধানো আতশবাজি। জমকালো আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়েছে হংকং।
নতুন বছরে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বিশ্বজুড়ে সমতা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন।