ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

দেশে দুর্নীতি ছড়িয়ে পড়েছে ক্যানসারের মতো: ফখরুল

  • আপডেট সময় : ০২:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে এখন ক্যানসার ব্যাধির মতো দুর্নীতি ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি হচ্ছে না। এর নেতৃত্ব দিচ্ছে সরকার।
গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ‘স্মৃতির অ্যালবাম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, এখন বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি করছেন উপাচার্যরা, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা কাজ করছেন তারা দুর্নীতি করছেন, এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি করা হচ্ছে না। তিনি বলেন, কয়েকদিন আগে মন্ত্রীসহ দুজনের কথোপকথনের রেকর্ড ছড়িয়ে পড়েছে, সেখানেও দুর্নীতির কথা বেরিয়ে আসছে।
বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে। আমরা আগেই বলেছি যদি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা না হয়, তাহলে এই নির্বাচন কমিশন গঠন করে কোনো লাভ নেই। আজকে নির্বাচন কমিশন গঠন করার জন্য যেই সার্চ কমিটি গঠন করা হয়েছে এটা জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। জনগণকে বোকা বানিয়ে ১৪ সালের মতো নির্বাচনের মাধ্যমে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়।
‘৭১ সালে আমরা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখে ছিলাম। আজকে গণতন্ত্রকে পুরোপুরি নির্বাসিত করা হয়েছে। এই আওয়ামী লীগ আজ গণতন্ত্রের কথা বলে, কিন্তু তারা সবসময় গণতন্ত্রকে ধ্বংস করার জন্য কাজ করে। আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে ততবারই গণতন্ত্রকে ধ্বংস করার জন্য কাজ করেছে।’ ফখরুল বলেন, আজকে এই সরকার আমাদের সমস্ত অর্জনকে ধ্বংস করে দিয়েছে। লড়াই করে আমাদের যে অর্জন আমাদের স্বাধীনতা, আমাদের গণতন্ত্র, আমাদের অধিকার সবকিছুই তারা ধ্বংস করে দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশে দুর্নীতি ছড়িয়ে পড়েছে ক্যানসারের মতো: ফখরুল

আপডেট সময় : ০২:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশে এখন ক্যানসার ব্যাধির মতো দুর্নীতি ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি হচ্ছে না। এর নেতৃত্ব দিচ্ছে সরকার।
গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ‘স্মৃতির অ্যালবাম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, এখন বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি করছেন উপাচার্যরা, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা কাজ করছেন তারা দুর্নীতি করছেন, এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি করা হচ্ছে না। তিনি বলেন, কয়েকদিন আগে মন্ত্রীসহ দুজনের কথোপকথনের রেকর্ড ছড়িয়ে পড়েছে, সেখানেও দুর্নীতির কথা বেরিয়ে আসছে।
বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে। আমরা আগেই বলেছি যদি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা না হয়, তাহলে এই নির্বাচন কমিশন গঠন করে কোনো লাভ নেই। আজকে নির্বাচন কমিশন গঠন করার জন্য যেই সার্চ কমিটি গঠন করা হয়েছে এটা জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। জনগণকে বোকা বানিয়ে ১৪ সালের মতো নির্বাচনের মাধ্যমে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়।
‘৭১ সালে আমরা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখে ছিলাম। আজকে গণতন্ত্রকে পুরোপুরি নির্বাসিত করা হয়েছে। এই আওয়ামী লীগ আজ গণতন্ত্রের কথা বলে, কিন্তু তারা সবসময় গণতন্ত্রকে ধ্বংস করার জন্য কাজ করে। আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে ততবারই গণতন্ত্রকে ধ্বংস করার জন্য কাজ করেছে।’ ফখরুল বলেন, আজকে এই সরকার আমাদের সমস্ত অর্জনকে ধ্বংস করে দিয়েছে। লড়াই করে আমাদের যে অর্জন আমাদের স্বাধীনতা, আমাদের গণতন্ত্র, আমাদের অধিকার সবকিছুই তারা ধ্বংস করে দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রমুখ।