ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

দেশে দুই ডোজ টিকা পেয়েছেন ৫ কোটির বেশি মানুষ

  • আপডেট সময় : ১০:৩৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • ১৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে এ পর্যন্ত করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৭ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৭৩৪ জনকে। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ৩ লাখ ৭২ হাজার ৫২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত এসব টিকা দেওয়া হয়। এছাড়া, মঙ্গলবার সারাদেশে ১৪ লাখ ৯১ হাজার ২৫৬ ডোজ টিকা দেওয়া হয়। ইতিমধ্যে ৩২ লাখ ১ হাজার ২৫৯ স্কুলশিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে, আর দ্বিতীয় ডোজ পেয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৬৯১ জন।
গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।
শিক্ষার্থীসহ এদিন প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ৯৫ হাজার ২০০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭ লাখ ৯৬ হাজার ৫৬ জনকে। আর ২ লাখ ১ হাজার ৫৭৯ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ এবং ১০ হাজার ৩৩৯ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।
এসবের মধ্যে রয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দেশে দুই ডোজ টিকা পেয়েছেন ৫ কোটির বেশি মানুষ

আপডেট সময় : ১০:৩৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : দেশে এ পর্যন্ত করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৭ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৭৩৪ জনকে। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ৩ লাখ ৭২ হাজার ৫২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত এসব টিকা দেওয়া হয়। এছাড়া, মঙ্গলবার সারাদেশে ১৪ লাখ ৯১ হাজার ২৫৬ ডোজ টিকা দেওয়া হয়। ইতিমধ্যে ৩২ লাখ ১ হাজার ২৫৯ স্কুলশিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে, আর দ্বিতীয় ডোজ পেয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৬৯১ জন।
গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।
শিক্ষার্থীসহ এদিন প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ৯৫ হাজার ২০০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭ লাখ ৯৬ হাজার ৫৬ জনকে। আর ২ লাখ ১ হাজার ৫৭৯ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ এবং ১০ হাজার ৩৩৯ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।
এসবের মধ্যে রয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা।