ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

দেশে দিনের শনাক্ত ও মৃত্যু কমেছে

  • আপডেট সময় : ০২:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে গত এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা এবং মৃত্যু কিছুটা কমে এলেও নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার ১১ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৯৯৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন ১৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ২ হাজার ২৮৫ রোগী শনাক্ত হয়েছিল। গত এক দিনে দেশে ৭ জন কোভিড রোগীর মৃত্যুর খবর এসেছে। সোমবার ১২ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল গত ৫ মার্চের পর সর্বোচ্চ।
মঙ্গলবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ১৬ দশমিক ৭৪ শতাংশ হয়েছে, যা সোমবার ১৬ দশমিক ৫১ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ১৮১ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। গত ২৪ ঘণ্টায় ৪৯৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন। নতুন শনাক্ত ২ হাজার ২৮৫ জনের মধ্যে ১ হাজার ৩৬৩ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের মোট ৫৫টি জেলায় গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে। গত এক দিনে যে ৭ জনের মৃত্যু হয়েছে, তাদের সবাই পুরুষ। তাদের ৬ জন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃতদের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের, একজন রাজশাহী বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ তা একশর নিচে নেমে যায়। কিন্তু গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫৫ কোটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশে দিনের শনাক্ত ও মৃত্যু কমেছে

আপডেট সময় : ০২:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশে গত এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা এবং মৃত্যু কিছুটা কমে এলেও নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার ১১ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৯৯৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন ১৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ২ হাজার ২৮৫ রোগী শনাক্ত হয়েছিল। গত এক দিনে দেশে ৭ জন কোভিড রোগীর মৃত্যুর খবর এসেছে। সোমবার ১২ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল গত ৫ মার্চের পর সর্বোচ্চ।
মঙ্গলবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ১৬ দশমিক ৭৪ শতাংশ হয়েছে, যা সোমবার ১৬ দশমিক ৫১ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ১৮১ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। গত ২৪ ঘণ্টায় ৪৯৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন। নতুন শনাক্ত ২ হাজার ২৮৫ জনের মধ্যে ১ হাজার ৩৬৩ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের মোট ৫৫টি জেলায় গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে। গত এক দিনে যে ৭ জনের মৃত্যু হয়েছে, তাদের সবাই পুরুষ। তাদের ৬ জন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃতদের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের, একজন রাজশাহী বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ তা একশর নিচে নেমে যায়। কিন্তু গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫৫ কোটি।