ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

দেশে তিন বিভাগে ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৯৫

  • আপডেট সময় : ০২:৫২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে গত একদিনে মহামারি করোনভাইরাসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদের ১ জন ঢাকা বিভাগের, ১ জন রাজশাহী বিভাগের ও ১ জন চট্টগ্রাম বিভাগের। এছাড়া গত একদিনে শনাক্ত হয়েছেন ২৯৫ জন। আর সুস্থ হয়েছেন ২৪৭ জন।
গতকাল মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.২৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮০ হাজার ৫ জন। এর বিপরীতে মোট শনাক্তের হার ১৪.১৫ শতাংশ। গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৭ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৪ হাজার ৬৬৪। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের ২ জন পুরুষ ও ১ জন নারী। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৩৪ জন। করোনায় মোট মৃত নারী নারীর সংখ্যা ১০ হাজার ১০২ জন। আর মারা যাওয়া পুরুষের সংখ্যা ১৭ হাজার ৯৩২ জন। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর থেকে দুই দিন বাদে প্রতিদিনই মহামারিতে মৃত্যু ও শনাক্ত দেখেছে বাংলাদেশ।
বিশে^ আরও সাড়ে ৪ হাজার মৃত্যু, বেড়েছে সংক্রমণ : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাড়ে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা আগের দিনের তুলনায় বেশি। একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও সাড়ে লাখের মতো মানুষের দেহে। এই সংখ্যাটাও আগের দিনের তুলনায় বেশি।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৮৬১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৭ শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৩ লাখ ২৮ হাজার ২৫৯ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ২৩৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১৫ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ১০ লাখ ৯৬ হাজার ৮৮৮ জনে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৩৪৩ জন এবং মারা গেছেন ৫৪৯ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ১০ লাখ ১৮ হাজার ২৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ১৯ হাজার ৩১৫ জন মারা গেছেন। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১২১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৫৫৮ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪৬ হাজার ৪৫৪ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৯০ হাজার ৬০৪ জনের। যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬৬১ জন এবং মারা গেছেন ৩৮ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৪৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৬ হাজার ৪৭৭ জন মারা গেছেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে তিন বিভাগে ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৯৫

আপডেট সময় : ০২:৫২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : দেশে গত একদিনে মহামারি করোনভাইরাসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদের ১ জন ঢাকা বিভাগের, ১ জন রাজশাহী বিভাগের ও ১ জন চট্টগ্রাম বিভাগের। এছাড়া গত একদিনে শনাক্ত হয়েছেন ২৯৫ জন। আর সুস্থ হয়েছেন ২৪৭ জন।
গতকাল মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.২৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮০ হাজার ৫ জন। এর বিপরীতে মোট শনাক্তের হার ১৪.১৫ শতাংশ। গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৭ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৪ হাজার ৬৬৪। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের ২ জন পুরুষ ও ১ জন নারী। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৩৪ জন। করোনায় মোট মৃত নারী নারীর সংখ্যা ১০ হাজার ১০২ জন। আর মারা যাওয়া পুরুষের সংখ্যা ১৭ হাজার ৯৩২ জন। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর থেকে দুই দিন বাদে প্রতিদিনই মহামারিতে মৃত্যু ও শনাক্ত দেখেছে বাংলাদেশ।
বিশে^ আরও সাড়ে ৪ হাজার মৃত্যু, বেড়েছে সংক্রমণ : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাড়ে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা আগের দিনের তুলনায় বেশি। একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও সাড়ে লাখের মতো মানুষের দেহে। এই সংখ্যাটাও আগের দিনের তুলনায় বেশি।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৮৬১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৭ শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৩ লাখ ২৮ হাজার ২৫৯ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ২৩৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১৫ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ১০ লাখ ৯৬ হাজার ৮৮৮ জনে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৩৪৩ জন এবং মারা গেছেন ৫৪৯ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ১০ লাখ ১৮ হাজার ২৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ১৯ হাজার ৩১৫ জন মারা গেছেন। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১২১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৫৫৮ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪৬ হাজার ৪৫৪ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৯০ হাজার ৬০৪ জনের। যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬৬১ জন এবং মারা গেছেন ৩৮ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৪৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৬ হাজার ৪৭৭ জন মারা গেছেন।