ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

দেশে তারেক রহমানদের রাজনীতির ঠাঁই হবে না: ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০২:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দেশের রাজনীতিতে ফাইনাল খেলা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ‘খেলা হবে তারেকের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের রক্তে ভেজা, বঙ্গবন্ধুর রক্তে ভেজা স্বাধীন বাংলাদেশে তারেক রহমানদের বস্তাপচা পাকিস্তান ও আফগানিস্তান মার্কা কোনো রাজনীতির ঠাঁই হবে না।’
গতকাল সোমবার ধানমন্ডি কলাবাগান মাঠে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। এই জনসভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। খেলা তাহলে হবে, যারা লুটপাট করে দুর্নীতি করেছে, সাম্প্রদায়িকতা করে, আগুন সন্ত্রাস করে তাদের বিরুদ্ধে খেলা হবে। যারা অবরোধ দেয় তাদের বিরুদ্ধে খেলা হবে। খেলতে হবে একসাথে। আগামী ৭ তারিখে জিতবে কারা, বঙ্গবন্ধুর সৈনিকেরা, শেখ হাসিনার কর্মীরা। আগামী ৭ তারিখ ফাইনাল খেলা হবে। কাদের বলেন, গত ২৮ তারিখে গর্তে পড়ে গেছে বিএনপি। এখন তারা দোষারোপের রাজনীতি করছে, একে অপরকে দোষ দেয়। কী যে পার্টি! আজকে যারা মুসলমানদের সোলএজেন্ট বলে দাবি করে অথচ ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানো হচ্ছে, তখন একটি কথাও ইসলামপন্থিদের মিছিলে দেখলাম না। বিএনপির একটি স্লোগানও দেখলাম না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতারা যখন তারেক রহমানকে বলে একটি মিছিল ফিলিস্তিনের পক্ষে করতে পারলাম না, তখন তারেক রহমান জবাবে বলে রাখো তোমার ফিলিস্তিন, আমার দরকার আমেরিকা। এরা খুশি না হলে আন্দোলন করে লাভ নেই। খেলা হবে তারেকের বিরুদ্ধে। এই তারেক বাংলাদেশের কলঙ্কিত সন্তান। এই তারেকের বিরুদ্ধে একসাথে খেলা হবে। ওবায়দুল কাদের বলেন, কোথায় বাইডেনের দোস্ত? ২৮ তারিখে বিএনপি নেতারা একে একে পালিয়ে যাওয়ার পরে তাদের অফিসে আবির্ভাব হয় বাইডেনের দোস্তের। বাইডেনের দোস্তকে দেখছেন গড়গড় করে ইংরেজি বলে।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দেশে তারেক রহমানদের রাজনীতির ঠাঁই হবে না: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০২:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দেশের রাজনীতিতে ফাইনাল খেলা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ‘খেলা হবে তারেকের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের রক্তে ভেজা, বঙ্গবন্ধুর রক্তে ভেজা স্বাধীন বাংলাদেশে তারেক রহমানদের বস্তাপচা পাকিস্তান ও আফগানিস্তান মার্কা কোনো রাজনীতির ঠাঁই হবে না।’
গতকাল সোমবার ধানমন্ডি কলাবাগান মাঠে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। এই জনসভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। খেলা তাহলে হবে, যারা লুটপাট করে দুর্নীতি করেছে, সাম্প্রদায়িকতা করে, আগুন সন্ত্রাস করে তাদের বিরুদ্ধে খেলা হবে। যারা অবরোধ দেয় তাদের বিরুদ্ধে খেলা হবে। খেলতে হবে একসাথে। আগামী ৭ তারিখে জিতবে কারা, বঙ্গবন্ধুর সৈনিকেরা, শেখ হাসিনার কর্মীরা। আগামী ৭ তারিখ ফাইনাল খেলা হবে। কাদের বলেন, গত ২৮ তারিখে গর্তে পড়ে গেছে বিএনপি। এখন তারা দোষারোপের রাজনীতি করছে, একে অপরকে দোষ দেয়। কী যে পার্টি! আজকে যারা মুসলমানদের সোলএজেন্ট বলে দাবি করে অথচ ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানো হচ্ছে, তখন একটি কথাও ইসলামপন্থিদের মিছিলে দেখলাম না। বিএনপির একটি স্লোগানও দেখলাম না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতারা যখন তারেক রহমানকে বলে একটি মিছিল ফিলিস্তিনের পক্ষে করতে পারলাম না, তখন তারেক রহমান জবাবে বলে রাখো তোমার ফিলিস্তিন, আমার দরকার আমেরিকা। এরা খুশি না হলে আন্দোলন করে লাভ নেই। খেলা হবে তারেকের বিরুদ্ধে। এই তারেক বাংলাদেশের কলঙ্কিত সন্তান। এই তারেকের বিরুদ্ধে একসাথে খেলা হবে। ওবায়দুল কাদের বলেন, কোথায় বাইডেনের দোস্ত? ২৮ তারিখে বিএনপি নেতারা একে একে পালিয়ে যাওয়ার পরে তাদের অফিসে আবির্ভাব হয় বাইডেনের দোস্তের। বাইডেনের দোস্তকে দেখছেন গড়গড় করে ইংরেজি বলে।