ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার পর ট্রফি হাতে কেঁদেছিলেন ম্যানচেস্টার সিটি তারকা ওলেক্সান্দার জিনচেঙ্কো। রাশিয়ার হামলায় যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষকে ট্রফি উৎসর্গ করেছিলেন ইউক্রেনের এই ফুটবলার। বিশ্বকাপে চোখ রেখে বুধবার রাতে স্কটল্যান্ডের বিপক্ষে কোয়ালিফাইং প্লে অফে নামবে তার দল। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও কাঁদলেন এই মিডফিল্ডার।
স্কটল্যান্ড ও ইউক্রেনের ম্যাচ জয়ী দল পরের খেলায় মুখোমুখি হবে ওয়েলসে। ওই ম্যাচেই নির্ধারণ হবে কাতারে যাবে কোন দল। জিনচেঙ্কো বললেন, ইউক্রেনকে বিশ্বকাপে উঠিয়ে দেশবাসীকে একটু খুশির মুহূর্ত এনে দিতে চান।
সংবাদ সম্মেলনে ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার বললেন, ‘প্রত্যেক ইউক্রেনিয়ান একটাই জিনিস চায়, এই যুদ্ধ বন্ধ হোক। সারা বিশ্বের মানুষের সঙ্গে আমি কথা বলেছি, কথা বলেছি ইউক্রেনিয়ান শিশুদের সঙ্গে যারা বুঝতেই পারে না কী হচ্ছে। তাদের শুধু একটাই স্বপ্ন: যুদ্ধ বন্ধ হবে।’
জিনচেঙ্কোর বিশ্বাস, কাতার বিশ্বকাপে ইউক্রেন জায়গা করে নিলে সেটা হবে দেশবাসীর জন্য দারুণ প্রাপ্তি, ‘ফুটবলের কথা যখন আসে, ইউক্রেনিয়ান দলের নিজস্ব স্বপ্ন আছে: আমরা বিশ্বকাপে যেতে চাই, মানুষকে এই অবিশ্বাস্য আবেগ দিতে চাই, কারণ এই মুহূর্তে ইউক্রেনিয়ানরা অনেক বেশি এটার দাবি রাখে।’
তিনি বলেন, ‘সবাই জানে ইউক্রেনে এখন কী ঘটছে, কী পরিস্থিতি। তাই আমাদের জয়ের অনুপ্রেরণা শতভাগ।’
চলমান রাশিয়ান আগ্রাসনের কারণে ইউক্রেন-স্কটল্যান্ডের ম্যাচটি পেছানো হয়েছিল। দেশে যখন যুদ্ধের কারণে রক্তের বন্যা বইছে তখন ফুটবলারদের প্রস্তুত করা কতটা কঠিন, সেটাই বললেন কোচ ওলেক্সান্দার পেত্রাকোভ, ‘এটা খুব কঠিন কাজ যখন প্রত্যেকটি খেলোয়াড় ইউক্রেনে থাকা তাদের বাবা, মা ও স্বজনদের কথা ভাবছে। অনেক মানসিক চাপ নিয়ে আমি কাজ করছি কিন্তু এখনও আমরা আমাদের সেরাটা অর্জনের চেষ্টা করছি। আমাদের দল লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত।’
দেশে চলছে যুদ্ধ, মাঠে নামার আগে কাঁদলেন ইউক্রেনের তারকা
ট্যাগস :
দেশে চলছে যুদ্ধ
জনপ্রিয় সংবাদ