নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের অতি সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের তা-বে গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় মৃত্যু কমেছে ২৩ শতাংশ। তবে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৫৯ দশমিক ৬ শতাংশই করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতর করোনার সপ্তাহভিত্তিক পর্যালোচনায় এ তথ্য জানিয়েছে। অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন। তার আগের সপ্তাহে (২১ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি) মারা গিয়েছিলেন ৬৮ জন। অর্থাৎ, আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে মৃত্যু কমেছে ২৩ দশমিক ৫ শতাংশ। গত সপ্তাহে যে ৫২ জন মারা গেছেন, তাদের মধ্যে ৩১ জনই করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেন, যা ৫৯ দশমিক ৬ শতাংশ। আর যে ২১ জন টিকা নিয়েছিলেন, তাদের মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছেন চার জন, দ্বিতীয় ডোজ ১৬ জন এবং তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছেন একজন। যে ৫২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৭ জন আর নারী ২৫ জন। তাদের মধ্যে ৫৫ দশমিক ৮ শতাংশই আগে থেকে অন্য রোগে আক্রান্ত ছিলেন। আর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত ছিলেন উচ্চ রক্তচাপে; শতকরা ৫৫ দশমিক দুই শতাংশ। এরপর ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন ৪১ দশমিক চার শতাংশ। ২৪ দশমিক এক শতাংশ মানুষ আক্রান্ত ছিলেন বক্ষব্যাধিতে, ১৩ দশমিক ৮ শতাংশ করে আক্রান্ত ছিলেন কিডনি রোগ ও নিউরোলজিক্যাল রোগে। ৬ দশমিক ৯ শতাংশ মানুষ ক্যানসালে, আর ৩ দশমিক ৪ শতাংশ করে আক্রান্ত ছিলেন হৃদরোগ, গ্যাস্ট্রোলিভার জনিত ও থাইরয়েডজনিত রোগে।
দেশে গত সপ্তাহে মারা যাওয়া ৬০ শতাংশই টিকা নেননি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ