ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

দেশে গত বছরের ১২ এপ্রিলের পর সর্বনিæ শনাক্ত

  • আপডেট সময় : ১২:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা মহামারির শুরুর পর্যায়ে নেমে এসেছে। গতকাল শনিবার সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় ১৫১ জন কোভিড-১৯ রোগী শনাক্তের খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ১২ এপ্রিল। বাংলাদেশে মহামারির প্রাদুর্ভাব শুরুর পরের মাসটির ওই দিনটিতে ১৩৯ জন রোগী শনাক্ত হয়েছিল। গত একদিনে শনাক্ত ১৫১ জনকে নিয়ে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ২৭৮ জনে। এই সময়ে মৃত্যু হয়েছে হয়েছে ছয় জনের। তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯১৮। সরকারি হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছে ১৯২ জন কোভিড রোগী। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৬ হাজার ৩০৩ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ।
এর আগে গত শুক্রবার শনাক্ত হয়েছিলেন ২২১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ জন। শুক্রবার ৫ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৩১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৫৬৯টি। এখন পর্যন্ত এক কোটি ৫ লাখ ৭৬ হাজার ২৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ১১ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৮৭ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৮ শতাংশ।
মৃত্যুবরণকারীদের মধ্যে চার জন পুরুষ এবং নারী ২ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৩ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, রাজশাহীতে ১ জন এবং খুলনা বিভাগে মারা গেছেন ১ জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৫ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন মারা গেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশে গত বছরের ১২ এপ্রিলের পর সর্বনিæ শনাক্ত

আপডেট সময় : ১২:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা মহামারির শুরুর পর্যায়ে নেমে এসেছে। গতকাল শনিবার সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় ১৫১ জন কোভিড-১৯ রোগী শনাক্তের খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ১২ এপ্রিল। বাংলাদেশে মহামারির প্রাদুর্ভাব শুরুর পরের মাসটির ওই দিনটিতে ১৩৯ জন রোগী শনাক্ত হয়েছিল। গত একদিনে শনাক্ত ১৫১ জনকে নিয়ে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ২৭৮ জনে। এই সময়ে মৃত্যু হয়েছে হয়েছে ছয় জনের। তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯১৮। সরকারি হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছে ১৯২ জন কোভিড রোগী। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৬ হাজার ৩০৩ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ।
এর আগে গত শুক্রবার শনাক্ত হয়েছিলেন ২২১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ জন। শুক্রবার ৫ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৩১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৫৬৯টি। এখন পর্যন্ত এক কোটি ৫ লাখ ৭৬ হাজার ২৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ১১ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৮৭ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৮ শতাংশ।
মৃত্যুবরণকারীদের মধ্যে চার জন পুরুষ এবং নারী ২ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৩ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, রাজশাহীতে ১ জন এবং খুলনা বিভাগে মারা গেছেন ১ জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৫ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন মারা গেছেন।