নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৮ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৮৭৯ জন। গত সোমবার শনাক্ত ছিল ১ হাজার ৭২ জন। ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৯ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজকের ৮ জন দিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৪৯ জনের এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ১৮২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৯৯টি। এখন পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ১৯ হাজার ৯৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ৯ দশমিক ৬৬ শতাংশসহ এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫১ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৬ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৭ জন পুরুষ এবং একজন নারী। তাদের বয়স বিবেচনায় ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকায় ৩ জন, খুলনায় ২ জন, রংপুরে একজন ও ময়মনসিংহে ২ জন রয়েছেন।
দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ