ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

দেশে কম নমুনা পরীক্ষায় কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

  • আপডেট সময় : ০২:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত তার আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে, তবে বেড়েছে মৃত্যু। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষাও তার আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (৩১ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা) পর্যন্ত করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৭০ জন আর এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার জন। আর গত শুক্রবার (৩১ ডিসেম্বর) ৫১২ জন শনাক্ত আর দুজনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফত
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৭৪টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ২১৪টি। যেখানে এর আগের দিন ১৮ হাজার ৫২২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছিল ১৮ হাজার ৬৭৩টি। অধিদফতর জানাচ্ছে, নতুন শনাক্ত হওয়া ৩৭০ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সরকারি হিসেবে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জন। মারা যাওয়া চারজনকে নিয়ে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৮ হাজার ৭৬ জন।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২০৩ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৪৯ হাজার ৩০৪ জন।
দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৫ লাখ ছয় হাজার ৭০২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮০ লাখ ২৪ হাজার ৬৭৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৮২ হাজার ২৪টি।
গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার দুই দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার জনের মধ্যে পুরুষ ও নারী দুজন করে। দেশে এখন পর্যন্ত করোনাতে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯৫৯ জন আর নারী মারা গেলেন ১০ হাজার ১১৭ জন। মারা যাওয়া চার জনের মধ্যে ৬১ থেকে ৭০ বছর বয়সী দুজন আর ৫১ থেকে ৬০ এবং ৭১ থেকে ৮০ বছর বয়সী একজন করে। মারা যাওয়া চারজনই ঢাকা বিভাগের। তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন তিনজন আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন একজন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশে কম নমুনা পরীক্ষায় কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

আপডেট সময় : ০২:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত তার আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে, তবে বেড়েছে মৃত্যু। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষাও তার আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (৩১ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা) পর্যন্ত করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৭০ জন আর এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার জন। আর গত শুক্রবার (৩১ ডিসেম্বর) ৫১২ জন শনাক্ত আর দুজনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফত
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৭৪টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ২১৪টি। যেখানে এর আগের দিন ১৮ হাজার ৫২২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছিল ১৮ হাজার ৬৭৩টি। অধিদফতর জানাচ্ছে, নতুন শনাক্ত হওয়া ৩৭০ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সরকারি হিসেবে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জন। মারা যাওয়া চারজনকে নিয়ে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৮ হাজার ৭৬ জন।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২০৩ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৪৯ হাজার ৩০৪ জন।
দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৫ লাখ ছয় হাজার ৭০২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮০ লাখ ২৪ হাজার ৬৭৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৮২ হাজার ২৪টি।
গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার দুই দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার জনের মধ্যে পুরুষ ও নারী দুজন করে। দেশে এখন পর্যন্ত করোনাতে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯৫৯ জন আর নারী মারা গেলেন ১০ হাজার ১১৭ জন। মারা যাওয়া চার জনের মধ্যে ৬১ থেকে ৭০ বছর বয়সী দুজন আর ৫১ থেকে ৬০ এবং ৭১ থেকে ৮০ বছর বয়সী একজন করে। মারা যাওয়া চারজনই ঢাকা বিভাগের। তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন তিনজন আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন একজন।