ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

দেশে ওয়াশিং ইনস্টিটিউট গড়ে তোলা হবে: বিজিএমইএ সভাপতি

  • আপডেট সময় : ১২:২১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : বিশ্ববাজারে দেশের পোশাকখাতের অবস্থান টেকসই করতে দেশে ওয়াশিং ইনস্টিটিউট গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। শনিবার (২৬ মার্চ) রাজধানীর মিরপুরের প্রিয়াংকা শুটিং স্পটে বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশন (বিজিডব্লিউটিএফ) আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বিজিএমইএ সভাপতি বলেন, পোশাকখাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে ওয়াশিং খাত। বর্তমানে এ খাত আগের চেয়ে আরও ভালো করছে। এখন আর বিদেশ থেকে টেকনোলজিস্ট আনতে হয় না। বিভিন্ন পোশাক কারখানায় আমাদের টেকনোলজিস্টরা সুনামের সঙ্গে কাজ করছে। এতে করে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। ২০২৩ সালের মধ্যে পোশাকখাত রপ্তানিতে ৫০ বিলিয়ন ছাড়িয়ে যাবে উল্লেখ করে ফারুক হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করছি। এক্ষেত্রে আমাদের ওয়াশিং টেকনোলজিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বার্ষিক সাধারণ সভা ও ওয়াশিং টেকনোলজিস্টদের মিলন মেলা-২০২২ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিজিডব্লিউ টিএফর প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মো. মেহেদী হাসান, বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিনুজ্জামান শিশির প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশে ওয়াশিং ইনস্টিটিউট গড়ে তোলা হবে: বিজিএমইএ সভাপতি

আপডেট সময় : ১২:২১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২

অর্থনৈতিক প্রতিবেদক : বিশ্ববাজারে দেশের পোশাকখাতের অবস্থান টেকসই করতে দেশে ওয়াশিং ইনস্টিটিউট গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। শনিবার (২৬ মার্চ) রাজধানীর মিরপুরের প্রিয়াংকা শুটিং স্পটে বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশন (বিজিডব্লিউটিএফ) আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বিজিএমইএ সভাপতি বলেন, পোশাকখাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে ওয়াশিং খাত। বর্তমানে এ খাত আগের চেয়ে আরও ভালো করছে। এখন আর বিদেশ থেকে টেকনোলজিস্ট আনতে হয় না। বিভিন্ন পোশাক কারখানায় আমাদের টেকনোলজিস্টরা সুনামের সঙ্গে কাজ করছে। এতে করে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। ২০২৩ সালের মধ্যে পোশাকখাত রপ্তানিতে ৫০ বিলিয়ন ছাড়িয়ে যাবে উল্লেখ করে ফারুক হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করছি। এক্ষেত্রে আমাদের ওয়াশিং টেকনোলজিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বার্ষিক সাধারণ সভা ও ওয়াশিং টেকনোলজিস্টদের মিলন মেলা-২০২২ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিজিডব্লিউ টিএফর প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মো. মেহেদী হাসান, বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিনুজ্জামান শিশির প্রমুখ।