নিজস্ব প্রতিবেদক : দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আরও কিছুটা বেড়েছে; মৃত্যু হয়েছে দুই জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করে ৬৯৬ নতুন রোগী শনাক্ত হয়। আগের দিন রোববার ৫৩৫ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; শনিবার শনাক্ত হয়েছিল ৪৮০ জন।
পরীক্ষা বাড়ায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে ১২ শতাংশ হয়েছে, যা আগের দিন ১৪ দশমিক ৩৫ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২৬ হাজার ৯০৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৩৭১ জন। ২৪ ঘণ্টায় ৫৩৮ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬৬ হাজার ৬৪৫ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
টিকার প্রথম ও দ্বিতীয় ডোজের ক্যাম্পেইনের মেয়াদ বাড়লো : করোনাভাইরাস প্রতিরোধে চলমান প্রথম ও দ্বিতীয় ডোজের বিশেষ টিকা ক্যাম্পেইনের সময়সীমা ৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় আবারও সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল সোমবার দুপুরে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির। আহমেদুল কবির বলেছেন, ‘বিশেষ এ টিকা ক্যাম্পেইন আজ (৩ অক্টোবর) শেষ হওয়ার কথা ছিল। সরকারি ছুটি ও পূজার ছুটি থাকায় এবং টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় কর্মসূচির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৪, ৬, ৮ তারিখ পর্যন্ত বাদ পড়া ব্যক্তিরা নির্ধারিত টিকা কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নিতে পারবেন। গত ছয় দিনে ১ কোটিরও বেশি মানুষ প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ নিয়েছেন। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ২ হাজার ৪৮ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৫ লাখ ৪ হাজার ৬৩৮ জনকে। বাকিগুলো বুস্টার ডোজ।’
তিনি বলেছেন, ‘টিকাদানের কারণেই বর্তমানে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কমেছে। তবে, গত কয়েক দিনে সংক্রমণ কিছুটা বাড়লেও হাসপাতালে ভর্তির হার খুবই কম। এসব চিন্তা করেই বাদ পড়াদের টিকার আওতায় আনতে নতুন করে আবারও সময় বাড়ানো হয়েছে।’
দেশে একদিনে শনাক্ত ৬৯৬, মৃত্যু ২ জনের
ট্যাগস :
দেশে একদিনে শনাক্ত ৬৯৬
জনপ্রিয় সংবাদ