নিজস্ব প্রতিবেদক : দেশে গত এক দিনে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; এই সময়ে মৃত্যু হয়নি কারও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৬৪৯টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ২৮ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৩১ শতাংশ, যা আগের দিন ৫ দশমিক ২৫ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ৮৩৭ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতই ২৯ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ২৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ১৮৩ জন। গত একদিনে শনাক্ত রোগীদের ২২ জন ঢাকার বাসিন্দা। এর বাইরে ময়মনসিংহ, জামালপুর, রংপুর, দিনাজপুর, বরিশাল ও সিলেটে একজন করে রোগী শনাক্ত হয়েছে। সর্বশেষ গত ২৮ মার্চ দেশে কোভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ৫৯ দিন কোভিডে আর কারও মৃত্যু হয়নি। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
আবারও কোভিডে আক্রান্ত ডিএমপি কমিশনার: ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তৃতীয়বার তার শরীরে এ ভাইরাস শনাক্ত হওয়ার পর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার কমিশনার ফারুকের কোভিডে আক্রান্ত হওয়ার তথ্য দিয়ে জানান, তিনি (কমিশনার) বেশ কয়েকদিন ধরে সর্দি কাশিতে ভুগছিলেন। পুলিশ কমিশনার নিজেও তৃতীয়বার আক্রান্ত হওয়ার বিষয়টি ফেইসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে সবার দোয়া চেয়েছেন। গত বৃহস্পতিবার সকালে অফিসে আসার পর সন্দেহ দেখা দেওয়ায় কোভিড পরীক্ষার জন্য ডিএমপি কমিশনারের নমুনা নেওয়া হয়। দুপুরে পজিটিভ প্রতিবেদন পাওয়ার পর তিনি তাৎক্ষণিক অফিস ত্যাগ করেন। সর্দি- কাশি ছাড়া তার শারীরিক আর অন্য কোন সমস্যা নেই।