ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

দেশে আরও ৪৩ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮৩

  • আপডেট সময় : ০১:৫৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
  • ১৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসে দেশে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ২২৫ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৩৮৩ জনের। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জন।
গতকাল রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ২৪ হাজার ৬২৩টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৫.৬২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৩৫ শতাংশ। উল্লিখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৮৮৭ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ এক হাজার ৫৪১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৩ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ। করোনায় মৃতদের মধ্েয পুরুষ ২২ জন এবং নারী ২১ জন। এর মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রাম বিভাগের আটজন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের ছয়জন, সিলেট বিভাগের দুইজন, রংপুর বিভাগের তিন জন এবং ময়মনসিংহ বিভাগের একজন। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় কারো মৃত্যু হয়নি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দেশে আরও ৪৩ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮৩

আপডেট সময় : ০১:৫৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসে দেশে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ২২৫ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৩৮৩ জনের। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জন।
গতকাল রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ২৪ হাজার ৬২৩টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৫.৬২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৩৫ শতাংশ। উল্লিখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৮৮৭ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ এক হাজার ৫৪১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৩ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ। করোনায় মৃতদের মধ্েয পুরুষ ২২ জন এবং নারী ২১ জন। এর মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রাম বিভাগের আটজন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের ছয়জন, সিলেট বিভাগের দুইজন, রংপুর বিভাগের তিন জন এবং ময়মনসিংহ বিভাগের একজন। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় কারো মৃত্যু হয়নি।