নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১২১ জন। তবে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা যাননি কেউ। গত সোমবাওও দেশ করোনায় মৃত্যুহীন ছিল। এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ১১৭ জনের মৃত্যু হলো এবং শনাক্ত হলেন ১৯ লাখ ৫০ হাজার ৮৪৬ জন।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ বলেও জানায় অধিদফতর। এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭২ হাজার ৮৪৫ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৯৭৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৯৪৯টি। এখন পর্যন্ত এক কোটি ৩৭ লাখ ৪০ হাজার ৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হর ৯৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
বিশ্বে এক দিনে মৃত্যু বেড়েছে চারশ, শনাক্ত কমেছে এক লাখ : করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছে তিন হাজার ২৭৯ জন। এই সময়ে শনাক্ত হয়েছে ১০ লাখ ৩২ হাজার ৮২৯ জন।
গতকাল মঙ্গলবার সকালে করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ৪০০। আর শনাক্ত কমেছে প্রায় এক লাখ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৬১ লাখ ৪ হাজার ৪২০ জনের। মোট আক্রান্ত হয়েছে ৪৭ কোটি ১৯ লাখ ২৫ হাজার ৯১০ জন।
২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি দুই লাখ ৯ হাজার ১৬৯ জন শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছেন ৩২৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে সংক্রমিত হয়েছে ৯৫ লাখ ৮২ হাজার ৮১৫ জন। আর মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৫৭ জনের। দৈনিক মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে রাশিয়া। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৪০৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে তিন লাখ ৬৪ হাজার ৯০১ জনের। করোনায় শনাক্তের তালিকায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে মৃত্যুর দিক থেকে তৃতীয়। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের প্রতিবেশী দেশটিতে শনাক্ত হয়েছে এক হাজার ২৭১ জন। মৃত্যু হয়েছে ৫৮ জনের। দেশটিতে মহহামরির শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে চার কোটি ৩০ লাখ ১০ হাজার ৬৬১ জন এবং মারা গেছে পাঁচ লাখ ১৬ হাজার ৫৭৪ জন।
দেশে আরও একটি মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১২১
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ