নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। মৃত নারীর চট্টগ্রামের বাসিন্দা। তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৫০ জনে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন এক হাজার ১০৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ৯৯৯ হাজার ৩৯৫ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে ৯ হাজার ৫৫টি নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৪৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ২৪২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৯ হাজার ৮৯২ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে আরও একজনের মৃত্যু, শনাক্ত ১১০৪
ট্যাগস :
দেশে আরও একজনের মৃত্যু
জনপ্রিয় সংবাদ