ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

দেশের ১৩ জেলায় নতুন রোগী নেই

  • আপডেট সময় : ০১:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারায় গত এক দিনে দেশের ১৩ জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি, একশর বেশি রোগী শনাক্ত হয়েছে কেবল ঢাকা জেলায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ২১ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৮৬৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে আরও ৯ জনের।
গত শনিবার সারা দেশে ৭৫৯ নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ৮ জনের। সেই হিসেবে গত এক দিনে শনাক্ত ও মৃত্যু দুটোই সামান্য বেড়েছে। তবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আরও একটু কমেছে।
গত এক দিনে প্রতি একশ জনের নমুনা পরীক্ষায় ৪ দশমিক ০১ জনের কোভিড পজিটিভ এসেছে। আগের দিন এই হার ছিল ৪ দশমিক ১৫ শতাংশ। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারে চলতি বছরের শুরু থেকে দেশে আবার সংক্রমণ বাড়তে থাকে দ্রুত। ২৫ জানুয়ারি শনাক্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে যায়। ২৮ জানুয়ারি শনাক্তের হার পৌঁছায় ৩৩ দশমিক ৩৭ শতাংশে, যা এ মহামারীকালের রেকর্ড।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জন। তাদের মধ্যে ২৯ হাজার ৩৩ জনের প্রাণ গেছে এ মহামারীতে।
সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ৬ হাজার ২৬৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৬ হাজার ৬৮৯ জন সুস্থ হয়ে উঠলেন। এই হিসাবে দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা এক লাখ ৬ হাজার ৯৫৮ জন। অর্থাৎ এই সংখ্যক রোগী নিশ্চিতভাবে সংক্রমিত অবস্থায় রয়েছে। গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ৬২২ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৭২ শতাংশ। এর মধ্যে কেবল ঢাকা জেলাতেই ৫৫৭ জনের কোভিড পজিটিভ হয়েছে। দেশের আর কোনো জেলায় একশর বেশি রোগী শনাক্ত হয়নি গত এক দিনে। এই সময়ে ১৩ জেলায় নতুন কোনো কোভিড রোগী শনাক্ত হয়নি। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করেছে ফ্যাসিস্টরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের ১৩ জেলায় নতুন রোগী নেই

আপডেট সময় : ০১:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারায় গত এক দিনে দেশের ১৩ জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি, একশর বেশি রোগী শনাক্ত হয়েছে কেবল ঢাকা জেলায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ২১ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৮৬৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে আরও ৯ জনের।
গত শনিবার সারা দেশে ৭৫৯ নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ৮ জনের। সেই হিসেবে গত এক দিনে শনাক্ত ও মৃত্যু দুটোই সামান্য বেড়েছে। তবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আরও একটু কমেছে।
গত এক দিনে প্রতি একশ জনের নমুনা পরীক্ষায় ৪ দশমিক ০১ জনের কোভিড পজিটিভ এসেছে। আগের দিন এই হার ছিল ৪ দশমিক ১৫ শতাংশ। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারে চলতি বছরের শুরু থেকে দেশে আবার সংক্রমণ বাড়তে থাকে দ্রুত। ২৫ জানুয়ারি শনাক্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে যায়। ২৮ জানুয়ারি শনাক্তের হার পৌঁছায় ৩৩ দশমিক ৩৭ শতাংশে, যা এ মহামারীকালের রেকর্ড।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জন। তাদের মধ্যে ২৯ হাজার ৩৩ জনের প্রাণ গেছে এ মহামারীতে।
সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ৬ হাজার ২৬৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৬ হাজার ৬৮৯ জন সুস্থ হয়ে উঠলেন। এই হিসাবে দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা এক লাখ ৬ হাজার ৯৫৮ জন। অর্থাৎ এই সংখ্যক রোগী নিশ্চিতভাবে সংক্রমিত অবস্থায় রয়েছে। গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ৬২২ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৭২ শতাংশ। এর মধ্যে কেবল ঢাকা জেলাতেই ৫৫৭ জনের কোভিড পজিটিভ হয়েছে। দেশের আর কোনো জেলায় একশর বেশি রোগী শনাক্ত হয়নি গত এক দিনে। এই সময়ে ১৩ জেলায় নতুন কোনো কোভিড রোগী শনাক্ত হয়নি। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।