নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। পাশাপাশি দেশের শান্তি ও উন্নয়নে তারেক রহমান ভূমিকা রাখবেন বলেও আশা করেন তিনি।
শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই আশার কথা জানান জাপা চেয়ারম্যান।
গত শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে তারেক রহমানকে দলটির চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়।
বার্তায় জিএম কাদের বলেন, তিনি (তারেক রহমান) তার মেধা, যোগ্যতা ও অতীত অভিজ্ঞতা প্রয়োগ করে বাংলাদেশের জন্য শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র এবং উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন। তিনি যে সময় দলের এই গুরুদায়িত্ব নিলেন সেই সময় দেশ নানা সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে জাতীয় ঐক্য, সহনশীলতা ও দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচার অত্যাবশকীয়।
সানা/কেএমএএ/আপ্র/১০/০১/২০২৬






















