নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, দেশের মানুষ হরতাল-অবরোধ চায় না। বাংলাদেশের কোথাও হরতাল-অবরোধ পালিত হচ্ছে না। গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সিলেটের হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তরুণ প্রজন্মের প্রচুর ভোটার আছেন, তারা ভোট দিতে চান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, দেশের মানুষ হরতাল-অবরোধ চায় না। বাংলাদেশের কোথাও হরতাল-অবরোধ পালিত হচ্ছে না বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির দেওয়া চিঠি প্রসঙ্গে তিনি বলেন, ‘এরকম চিঠিতো তারা অনেক দিয়েছেন। মিলিয়ন মিলিয়ন ডলার-পাউন্ড খরচ করেছেন। এগুলো অতীতে কোনো কাজে আসেনি, ভবিষ্যতেও আসবে না।’ বুধবার (২২ নভেম্বর) রাতে ব্যক্তিগত সফরে রেলপথে সিলেট আসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সফরে তার সঙ্গে আছেন পরিবারের সদস্যরা।
দেশের মানুষ হরতাল-অবরোধ চায় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জনপ্রিয় সংবাদ