ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

দেশের বাজারে রিয়েলমির ‘দানবীয়’ ব্যাটারির ফোন

  • আপডেট সময় : ০৮:১১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: বাজারে এসেছে রিয়েলমির আনকোড়া নতুন ফোন সি৭১। আর এই ‘ব্যাটারি মনস্টার’ এক ঘণ্টা চার্জে চলবে ২ দিন।

নিরবচ্ছিন্ন ব্যাটারি পারফরম্যান্স চাইছেন এমন ব্যবহারকারীদের জন্যই ফোনটিকে বিপদের সহায় বলে দাবি করছে কোম্পানিটি।

রিয়েলমি সি৭১-এ রয়েছে ছয় হাজার তিনশ মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফলে ফোনটি দ্রুত চার্জ হয় এবং এক ঘণ্টার চার্জেই দুই দিনের জন্য ফোনটি নির্বিঘ্নে ব্যবহার করা যাবে বলে দাবি করেছে রিয়েলমি। রিয়েলমি সি৭১-এর ‘লাইট পালস’ নোটিফিকেশন ফিচারটি মিটিং বা গুরুত্বপূর্ণ আলাপ চলাকালে কল বা মেসেজ আসার নোটিফিকেশন দেবে নিঃশব্দে। আর ১২০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে দেবে চোখের স্বাচ্ছন্দ্য। কোম্পানিটি বলছে, এই দামের অন্যান্য ফোনের ক্ষেত্রে এই রিফ্রেশ রেট সাধারণত দেখা যায় না। এআই-সক্ষম একাধিক ফিচার রয়েছে ফোনটিতে। এর মধ্যে রয়েছে এআই নয়েজ রিডাকশন কল ২.০, যা কলের ব্যাকগ্রাউন্ডের নয়েজ কমায়। এআই ক্লিয়ার ফেইস ক্যামেরা পারফরম্যান্সকে আরো সমৃদ্ধ করে। এআই ইমেজ ম্যাটিং, যা সহজেই ব্যাকগ্রাউন্ড এডিট করতে সহায়তা করে। এআই ইরেজার, যা ছবি থেকে অপ্রয়োজনীয় বিষয় অপসারণ করে। এ ছাড়াও, গুগল জেমিনাই ও সার্কেল-টু-সার্চ ব্যবহারকারীদের জন্য এআই সার্চের সুবিধা নিশ্চিত করবে। ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। পাশাপাশি আছে পাঁচ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সুরক্ষার জন্য আছে আইপি৬৪ রেটিংয়ের ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স ও সনিকওয়েভ ওয়াটার ইজেকশন প্রযুক্তি। দুটি ভ্যারিয়েন্টে আসা রিয়েলমি সি৭১ ফোনের চার জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজওয়ালা সংস্করণের মূল্য ১৪,৯৯৯ টাকা এবং ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের মূল্য ১৫,৯৯৯ টাকা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

দেশের বাজারে রিয়েলমির ‘দানবীয়’ ব্যাটারির ফোন

আপডেট সময় : ০৮:১১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

প্রযুক্তি ডেস্ক: বাজারে এসেছে রিয়েলমির আনকোড়া নতুন ফোন সি৭১। আর এই ‘ব্যাটারি মনস্টার’ এক ঘণ্টা চার্জে চলবে ২ দিন।

নিরবচ্ছিন্ন ব্যাটারি পারফরম্যান্স চাইছেন এমন ব্যবহারকারীদের জন্যই ফোনটিকে বিপদের সহায় বলে দাবি করছে কোম্পানিটি।

রিয়েলমি সি৭১-এ রয়েছে ছয় হাজার তিনশ মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফলে ফোনটি দ্রুত চার্জ হয় এবং এক ঘণ্টার চার্জেই দুই দিনের জন্য ফোনটি নির্বিঘ্নে ব্যবহার করা যাবে বলে দাবি করেছে রিয়েলমি। রিয়েলমি সি৭১-এর ‘লাইট পালস’ নোটিফিকেশন ফিচারটি মিটিং বা গুরুত্বপূর্ণ আলাপ চলাকালে কল বা মেসেজ আসার নোটিফিকেশন দেবে নিঃশব্দে। আর ১২০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে দেবে চোখের স্বাচ্ছন্দ্য। কোম্পানিটি বলছে, এই দামের অন্যান্য ফোনের ক্ষেত্রে এই রিফ্রেশ রেট সাধারণত দেখা যায় না। এআই-সক্ষম একাধিক ফিচার রয়েছে ফোনটিতে। এর মধ্যে রয়েছে এআই নয়েজ রিডাকশন কল ২.০, যা কলের ব্যাকগ্রাউন্ডের নয়েজ কমায়। এআই ক্লিয়ার ফেইস ক্যামেরা পারফরম্যান্সকে আরো সমৃদ্ধ করে। এআই ইমেজ ম্যাটিং, যা সহজেই ব্যাকগ্রাউন্ড এডিট করতে সহায়তা করে। এআই ইরেজার, যা ছবি থেকে অপ্রয়োজনীয় বিষয় অপসারণ করে। এ ছাড়াও, গুগল জেমিনাই ও সার্কেল-টু-সার্চ ব্যবহারকারীদের জন্য এআই সার্চের সুবিধা নিশ্চিত করবে। ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। পাশাপাশি আছে পাঁচ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সুরক্ষার জন্য আছে আইপি৬৪ রেটিংয়ের ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স ও সনিকওয়েভ ওয়াটার ইজেকশন প্রযুক্তি। দুটি ভ্যারিয়েন্টে আসা রিয়েলমি সি৭১ ফোনের চার জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজওয়ালা সংস্করণের মূল্য ১৪,৯৯৯ টাকা এবং ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের মূল্য ১৫,৯৯৯ টাকা।