ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

দেশের জন্য নিবিড়ভাবে কাজ করুন: পুলিশ কর্মকর্তাদের আইজিপি

  • আপডেট সময় : ০১:৫৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশ ও জনগণের কল্যাণে আরও নিবেদিত হয়ে কাজ করতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
গতকাল বুধবার বিকালে পুলিশ সদর দপ্তরে পদোন্নতিপ্রাপ্ত চারজন অতিরিক্ত আইজির র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইজিপি এবং অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- মো. দিদার আহম্মদ, মো. আতিকুল ইসলাম, এম খুরশীদ হোসেন ও মো. শফিকুল ইসলাম।
আইজিপি বলেন, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আজ আপনারা পুলিশের সর্ব্বোচ্চ পদে আসীন হয়েছেন। এখন আপনাদের শুধু দেওয়ার পালা। আপনাদেরকে দেশ, জনগণ, বাংলাদেশ পুলিশ এবং সিনিয়র ও জুনিয়র সহকর্মীদের জন্য কাজ করতে হবে। বাংলাদেশ পুলিশকে একটি শক্তিশালী ও মর্যাদাবান সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে, এর গুরুত্ব বাড়াতে হবে। গর্বভরে সম্মানের সাথে চাকরি করতে হবে, যাতে চাকরি শেষে গর্ব নিয়ে বাড়ি যাওয়া যায়।
পুলিশিংয়ের প্রতিটি ক্ষেত্রে সুপারভিশন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা ও এর উৎকর্ষ সাধনে সুপারভিশনের কোনো বিকল্প নেই। আপনাদেরকে এ দায়িত্ব নিতে হবে। পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বাড়াতে হবে, সুপারভিশনের ওপর জোর দিতে হবে। আইজিপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ এবং তাঁদের পরিবারের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণের মধ্যে মো. দিদার আহম্মদ ও এম খুরশীদ হোসেন বক্তব্য রাখেন। অতিরিক্ত আইজিগণ, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সুন্দরবনের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’
নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহের শেষ দিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে একটি লঘুচাপ, যা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আর আগামী সপ্তাহে তা দেশের সুন্দরবন উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস পাওয়া গেছে। ঘূর্ণিঝড়টির নাম দেয়া হয়েছে ‘যশ’।
চলছে মৌসুমি তাপপ্রবাহ। ফলে বঙ্গোপসাগরের পৃষ্ঠদেশও উত্তপ্ত। আর এই উত্তাপ চলতি সপ্তাহের শেষ দিকে একটি লঘুচাপ এবং তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ‘যশ’ আগামী মঙ্গলবার দেশের দক্ষিণ-পশ্চিম দিকে পূর্ণশক্তি নিয়ে আছড়ে পড়তে পারে।
এদিকে ভারতের সংবাদ মাধ্যমের তথ্য, এই মুহূর্তে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়টি। শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় গত বছরের আম্ফানের মতো সুপার সাইক্লোনে পরিণত হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, আরব সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গুজরাট উপকূল অতিক্রম করার পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে।
এদিকে বাতাস ও ঘূর্ণিঝড়ের তথ্য প্রদানকারী ওয়েবসাইট উইন্ডি ডটকমের তথ্য বলছে, ২৩ তারিখ দুপুরে বঙ্গপোসাগরে দৃশ্যমান হবে ঘূর্ণিঝড় ‘যশ’। যা ধীরে ধীরে দেশের দক্ষিণ-পশ্চিম দিকে এগিয়ে আসবে। আগামী সোমবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি ভারতের বালাসোর ও হলদিবাড়িতে আঘাত হানতে পারে। আর বিকালে বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া, কুয়াকাটা, সুন্দরবন অংশে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ ধরা হয়েছে, বালাসোর থেকে দক্ষিণ-পশ্চিম দিকে। দেশটির হেসাদি অংশে গিয়ে স্থল নি¤œচাপে পরিণত হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে উইন্ডি ডটকম।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে কোনোদিনই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেবো না: মির্জা ফখরুল

দেশের জন্য নিবিড়ভাবে কাজ করুন: পুলিশ কর্মকর্তাদের আইজিপি

আপডেট সময় : ০১:৫৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক : দেশ ও জনগণের কল্যাণে আরও নিবেদিত হয়ে কাজ করতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
গতকাল বুধবার বিকালে পুলিশ সদর দপ্তরে পদোন্নতিপ্রাপ্ত চারজন অতিরিক্ত আইজির র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইজিপি এবং অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- মো. দিদার আহম্মদ, মো. আতিকুল ইসলাম, এম খুরশীদ হোসেন ও মো. শফিকুল ইসলাম।
আইজিপি বলেন, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আজ আপনারা পুলিশের সর্ব্বোচ্চ পদে আসীন হয়েছেন। এখন আপনাদের শুধু দেওয়ার পালা। আপনাদেরকে দেশ, জনগণ, বাংলাদেশ পুলিশ এবং সিনিয়র ও জুনিয়র সহকর্মীদের জন্য কাজ করতে হবে। বাংলাদেশ পুলিশকে একটি শক্তিশালী ও মর্যাদাবান সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে, এর গুরুত্ব বাড়াতে হবে। গর্বভরে সম্মানের সাথে চাকরি করতে হবে, যাতে চাকরি শেষে গর্ব নিয়ে বাড়ি যাওয়া যায়।
পুলিশিংয়ের প্রতিটি ক্ষেত্রে সুপারভিশন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা ও এর উৎকর্ষ সাধনে সুপারভিশনের কোনো বিকল্প নেই। আপনাদেরকে এ দায়িত্ব নিতে হবে। পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বাড়াতে হবে, সুপারভিশনের ওপর জোর দিতে হবে। আইজিপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ এবং তাঁদের পরিবারের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণের মধ্যে মো. দিদার আহম্মদ ও এম খুরশীদ হোসেন বক্তব্য রাখেন। অতিরিক্ত আইজিগণ, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সুন্দরবনের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’
নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহের শেষ দিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে একটি লঘুচাপ, যা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আর আগামী সপ্তাহে তা দেশের সুন্দরবন উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস পাওয়া গেছে। ঘূর্ণিঝড়টির নাম দেয়া হয়েছে ‘যশ’।
চলছে মৌসুমি তাপপ্রবাহ। ফলে বঙ্গোপসাগরের পৃষ্ঠদেশও উত্তপ্ত। আর এই উত্তাপ চলতি সপ্তাহের শেষ দিকে একটি লঘুচাপ এবং তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ‘যশ’ আগামী মঙ্গলবার দেশের দক্ষিণ-পশ্চিম দিকে পূর্ণশক্তি নিয়ে আছড়ে পড়তে পারে।
এদিকে ভারতের সংবাদ মাধ্যমের তথ্য, এই মুহূর্তে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়টি। শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় গত বছরের আম্ফানের মতো সুপার সাইক্লোনে পরিণত হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, আরব সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গুজরাট উপকূল অতিক্রম করার পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে।
এদিকে বাতাস ও ঘূর্ণিঝড়ের তথ্য প্রদানকারী ওয়েবসাইট উইন্ডি ডটকমের তথ্য বলছে, ২৩ তারিখ দুপুরে বঙ্গপোসাগরে দৃশ্যমান হবে ঘূর্ণিঝড় ‘যশ’। যা ধীরে ধীরে দেশের দক্ষিণ-পশ্চিম দিকে এগিয়ে আসবে। আগামী সোমবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি ভারতের বালাসোর ও হলদিবাড়িতে আঘাত হানতে পারে। আর বিকালে বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া, কুয়াকাটা, সুন্দরবন অংশে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ ধরা হয়েছে, বালাসোর থেকে দক্ষিণ-পশ্চিম দিকে। দেশটির হেসাদি অংশে গিয়ে স্থল নি¤œচাপে পরিণত হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে উইন্ডি ডটকম।