ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫

দেশের এক-তৃতীয়াংশ মানুষ দুর্নীতিকে গ্রহণযোগ্য মনে করে

  • আপডেট সময় : ০১:৪৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে চলমান পর্যায়ের সচরাচর যে দুর্নীতি হচ্ছে সেটিকে দেশের এক তৃতীয়াংশ মানুষ গ্রহণযোগ্য মনে করে বলে একটি গবেষণায় উঠে এসেছে। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজের (সিআইপিই) একটি জরিপে এ তথ্য উঠে এসেছে।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থা দুটির করা জরিপের এই ফলাফল প্রকাশ করা হয়।
২০২১ সালের ২৭ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ে এক হাজার ২৩১ জন জাতীয়ভাবে প্রতিনিধিত্বশীল প্রাপ্তবয়স্কদের ওপর চালানো জরিপে এসব তথ্য উঠে আসে। এছাড়া জরিপে বলা হয়, দেশের মাত্র ৫ দশমিক ৭ শতাংশ মানুষ দুর্নীতিবিরোধী আইন বিষয়ে জানেন। সিজিএস ও সিআইপিইর প্রতিবেদনের ফলাফলে বলা হচ্ছে, জরিপে অংশ নেওয়া বাংলাদেশের সচেতন নাগরিকদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশের বেশি মানুষ বিশ্বাস করেন, বিদ্যমান আইনে দুর্নীতি প্রতিরোধ ও প্রতিকার করা সম্ভব।
জরিপের ফলাফলে আরও বলা হচ্ছে, সরকারি বেসরকারি সেবা নিতে যাওয়া নাগরিকদের বৃহৎ একটি অংশ মনে করেন সরকারি সেবা নিতে গিয়ে তুলনামূলক বেশি হয়রানির শিকার হতে হয়। এছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতিও অনেক বেশি হয়ে থাকে। এছাড়া জরিপে অংশ নেওয়া ৩৪ শতাংশ মানুষ মনে করে দেশে বর্তমান সময়ে যে পর্যায়ের দুর্নীতি চলছে সেটা গ্রণযোগ্য। আর ৪৪ শতাংশ মনে করে বর্তমান দুর্নীতির পর্যায় অগ্রহণযোগ্য। আর ২২ শতাংশ মানুষ দুর্নীতির ধারণা বিষেয়ে নিশ্চিত নন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশের এক-তৃতীয়াংশ মানুষ দুর্নীতিকে গ্রহণযোগ্য মনে করে

আপডেট সময় : ০১:৪৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে চলমান পর্যায়ের সচরাচর যে দুর্নীতি হচ্ছে সেটিকে দেশের এক তৃতীয়াংশ মানুষ গ্রহণযোগ্য মনে করে বলে একটি গবেষণায় উঠে এসেছে। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজের (সিআইপিই) একটি জরিপে এ তথ্য উঠে এসেছে।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থা দুটির করা জরিপের এই ফলাফল প্রকাশ করা হয়।
২০২১ সালের ২৭ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ে এক হাজার ২৩১ জন জাতীয়ভাবে প্রতিনিধিত্বশীল প্রাপ্তবয়স্কদের ওপর চালানো জরিপে এসব তথ্য উঠে আসে। এছাড়া জরিপে বলা হয়, দেশের মাত্র ৫ দশমিক ৭ শতাংশ মানুষ দুর্নীতিবিরোধী আইন বিষয়ে জানেন। সিজিএস ও সিআইপিইর প্রতিবেদনের ফলাফলে বলা হচ্ছে, জরিপে অংশ নেওয়া বাংলাদেশের সচেতন নাগরিকদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশের বেশি মানুষ বিশ্বাস করেন, বিদ্যমান আইনে দুর্নীতি প্রতিরোধ ও প্রতিকার করা সম্ভব।
জরিপের ফলাফলে আরও বলা হচ্ছে, সরকারি বেসরকারি সেবা নিতে যাওয়া নাগরিকদের বৃহৎ একটি অংশ মনে করেন সরকারি সেবা নিতে গিয়ে তুলনামূলক বেশি হয়রানির শিকার হতে হয়। এছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতিও অনেক বেশি হয়ে থাকে। এছাড়া জরিপে অংশ নেওয়া ৩৪ শতাংশ মানুষ মনে করে দেশে বর্তমান সময়ে যে পর্যায়ের দুর্নীতি চলছে সেটা গ্রণযোগ্য। আর ৪৪ শতাংশ মনে করে বর্তমান দুর্নীতির পর্যায় অগ্রহণযোগ্য। আর ২২ শতাংশ মানুষ দুর্নীতির ধারণা বিষেয়ে নিশ্চিত নন।