ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দেশের উৎসবে ‘বলী’

  • আপডেট সময় : ০৬:২৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • ১০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বিশ্বের একাধিক মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ঘুরে এবার বাংলাদেশের উৎসবে দেখান হবে নির্মাতা ইকবাল হোসাইনের সিনেমা ‘বলী’ (দ্য রেসলার)। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে দেখান হবে সিনেমাটি। বিজ্ঞপ্তিতে উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ”সিনেমাটি দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দৃঢ় মনোভাবের প্রতিনিধিত্ব করে।” ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ত্রয়োবিংশ আসর শুরু হবে ১১ জানুয়ারি; উৎসবের পর্দা পড়বে ওই মাসের ১৯ তারিখে, সেদিনই দেখান হবে ‘বলী’।

নির্মাতা হোসাইন বলেছেন, এই সিনেমাতে চট্টগ্রামের বলীখেলার ঐতিহ্য ও উপকূলীয় মিথ বিশ্বের সামনে তুলে ধরার একটি চেষ্টা করা হয়েছে।

উৎসবে ‘বলী’র স্থান পাওয়া নিয়ে হোসাইনের ভাষ্য, “ঘুরপথে খানিক দেরিতে হলেও দেশে বলী দেখা যাবে, এটা আমার কাছে বিশাল ব্যাপার।”
গেল বছর সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘নিউ কারেন্টস’ বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয়। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা ‘বলী’।

সিনেমার প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান।

সিনেমায় সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে নাসির উদ্দিন খানকে।আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমামসহ অনেকে।

ত্রয়োবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশসহ ৭০টি দেশের ২২০টি সিনেমা দেখান হবে। এবারও ভেন্যু হিসেবে রয়েছে জাতীয় জাদুঘর মিলনায়তন, শিল্পকলা একাডেমি, রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্র ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশের উৎসবে ‘বলী’

আপডেট সময় : ০৬:২৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক : বিশ্বের একাধিক মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ঘুরে এবার বাংলাদেশের উৎসবে দেখান হবে নির্মাতা ইকবাল হোসাইনের সিনেমা ‘বলী’ (দ্য রেসলার)। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে দেখান হবে সিনেমাটি। বিজ্ঞপ্তিতে উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ”সিনেমাটি দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দৃঢ় মনোভাবের প্রতিনিধিত্ব করে।” ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ত্রয়োবিংশ আসর শুরু হবে ১১ জানুয়ারি; উৎসবের পর্দা পড়বে ওই মাসের ১৯ তারিখে, সেদিনই দেখান হবে ‘বলী’।

নির্মাতা হোসাইন বলেছেন, এই সিনেমাতে চট্টগ্রামের বলীখেলার ঐতিহ্য ও উপকূলীয় মিথ বিশ্বের সামনে তুলে ধরার একটি চেষ্টা করা হয়েছে।

উৎসবে ‘বলী’র স্থান পাওয়া নিয়ে হোসাইনের ভাষ্য, “ঘুরপথে খানিক দেরিতে হলেও দেশে বলী দেখা যাবে, এটা আমার কাছে বিশাল ব্যাপার।”
গেল বছর সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘নিউ কারেন্টস’ বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয়। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা ‘বলী’।

সিনেমার প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান।

সিনেমায় সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে নাসির উদ্দিন খানকে।আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমামসহ অনেকে।

ত্রয়োবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশসহ ৭০টি দেশের ২২০টি সিনেমা দেখান হবে। এবারও ভেন্যু হিসেবে রয়েছে জাতীয় জাদুঘর মিলনায়তন, শিল্পকলা একাডেমি, রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্র ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন।